Find out the missing number in the following series: 256, 16, 4, ____?
A
2
B
4
C
16
D
None of these
উত্তরের বিবরণ
Question: Find out the missing number in the following series. 256, 16, 4, ____?
Solution:
√256 = 16
√16 = 4
√4 = 2
So, missing number is = √4 = 2

0
Updated: 3 days ago
A group has 8 men and 7 women. In how many ways can a committee of 5 people be formed if the number of women is at least 3?
Created: 1 week ago
A
785
B
988
C
1281
D
1125
Question: A group has 8 men and 7 women. In how many ways can a committee of 5 people be formed if the number of women is at least 3?
Solution:
Given that,
Total committee size = 5
And for women ≥ 3, possible distributions:
Three ways to formed the committee
1. 3 women + 2 men
2. 4 women + 1 man
3. 5 women + 0 men
Now, 1st case- 3 women + 2 men
Choose 3 women from 7, (7C3) = 35
Choose 2 men from 8, (8C2) = 28
∴ Total ways = 35 × 28 = 980
2nd case- 4 women + 1 man
Choose 4 women from 7, (7C4) = 35
Choose 1 man from 8, (8C1) = 8
∴ Total ways = 35 × 8 = 280
And 3rd case-5 women + 0 men
Choose 5 women from 7, (7C5) = 21
No men to choose
∴ Total ways = 21
∴ Total ways = 980 + 280 + 21= 1281

0
Updated: 1 week ago
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা হলে সংখ্যাটি ৩ অথবা ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
Created: 2 weeks ago
A
১৩/৩০
B
৭/১৫
C
৬/২৫
D
৭/২০
প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা হলে সংখ্যাটি ৩ অথবা ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাঝে ৩ এর গুণিতক = {৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০}
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাঝে ৭ এর গুণিতক = {৭, ১৪, ২১, ২৮}
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাঝে ৩ অথবা ৭ এর গুণিতক = {৩, ৬, ৭, ৯, ১২, ১৪, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ২৮, ৩০} মোট ১৩টি
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মোট ৩০টি
∴ ১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা হলে তা ৩ অথবা ৭ এর গুণিতক হওয়ার সম্ভাবনা ১৩/৩০

0
Updated: 2 weeks ago
একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নিলে তা রুইতন বা রাজা না হওয়ার সম্ভাব্যতা কত?
Created: 1 month ago
A
7/13
B
4/13
C
3/4
D
9/13
সমাধান:
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52 টি
রুইতন তাসের সংখ্যা = 13 টি
রাজার সংখ্যা = 4 টি
অনুকূল ঘটনা = 13 + (4 - 1) টি [1টি রাজা রুইতনে গণনা করা হয়েছে তাই]
= 16
∴ তাসটি রুইতন বা রাজা হওয়ার সম্ভাব্যতা = 16/52 = 4/13
∴ তাসটি রুইতন বা রাজা না হওয়ার সম্ভাব্যতা = 1 - (4/13)
= 9/13

0
Updated: 1 month ago