প্রথম নোবেল বিজয়ী নারী কে?
A
শিরিন এবাদি
B
মেরি কুরি
C
মাদার তেরেসা
D
উত্তরের বিবরণ
মেরি কুরি ছিলেন একজন পোলিশ-ফরাসি পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ, যিনি তেজস্ক্রিয়তার ওপর গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন।
-
স্বামী পিয়েরে কুরির সঙ্গে মিলে তেজস্ক্রিয় উপাদান পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন
-
তেজস্ক্রিয় আইসোটোপ বিচ্ছিন্ন করার কৌশল উদ্ভাবন করেন
-
১৯০৩ সালে পদার্থবিদ্যায় অবদানের জন্য প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পান
-
পরে রসায়নে অবদানের জন্যও নোবেল পুরস্কার পান
-
দুবার নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি
-
তার গবেষণার মাধ্যমে অস্ত্রোপচার এবং পারমাণবিক পদার্থবিদ্যার ক্ষেত্রে এক্স-রে গবেষণার ভিত্তি তৈরি হয়

0
Updated: 3 days ago