A
than
B
but
C
to
D
withont
উত্তরের বিবরণ
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- প্রশ্নের বাক্যটিতে distributing clothes অপেক্ষা donating money কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে - to.
Complete sentence: Many prefer donating money to distributing clothes.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 6 days ago
I have read the book ____ you lent me.
Created: 2 weeks ago
A
that
B
whom
C
whose
D
what
🔹 বাক্যের শুন্যস্থানে বসবে একটি relative pronoun, যা "book" নামক জড় বস্তুকে নির্দেশ করে।
🔹 জড় বস্তু বা বস্তুবাচক পদার্থ নির্দেশ করতে সাধারণত "that" ব্যবহৃত হয়।
🔹 যদি বস্তুটি পরিচিত হয়, তবে "that" ব্যবহৃত হয়; আর অজানা বা অচেনা বস্তু বোঝাতে "what" ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
He gave me what I needed.
-
He gave me the book that I was looking for.
🔹 "whose" এবং "whom" ব্যক্তিবাচক সর্বনাম—এগুলো কেবল মানুষের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
সুতরাং, প্রদত্ত বাক্যের শুন্যস্থানটি পূরণ করতে "that"-ই উপযুক্ত pronoun।
✅ সম্পূর্ণ বাক্যটি হবে:
I have read the book that you lent me.

0
Updated: 2 weeks ago
Water boils ___ you heat it to 100° centigrade.
Created: 2 weeks ago
A
unless
B
until
C
if
D
although
উপরের বাক্যটি একটি Zero Conditional sentence-এর উদাহরণ, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করে।
Zero Conditional structure:
If + Present Simple, Present Simple — এই গঠন ব্যবহার করে এমন ঘটনা বোঝানো হয় যা সবসময় সত্য, যেমন প্রাকৃতিক নিয়ম বা বৈজ্ঞানিক বাস্তবতা।
• এখানে 'if clause' এবং 'main clause'—উভয় অংশেই present simple tense ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে।
Structure (রূপরেখা):
If + Present Simple, Present Simple
(এটি সার্বজনীন সত্য, বৈজ্ঞানিক নিয়ম বা স্বভাবগত আচরণ বোঝাতে ব্যবহৃত হয়।)
Example sentence (উদাহরণ):
Water boils if you heat it to 100° centigrade.
(যদি আপনি পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করেন, তবে তা ফুটে ওঠে।)

0
Updated: 2 weeks ago
The bad news struck him like a bolt from the________.
Created: 5 days ago
A
sky
B
heavens
C
firmament
D
blue
সঠিক উত্তর: blue
সম্পূর্ণ বাক্য: The bad news struck him like a bolt from the blue.
বাংলা অর্থ: খারাপ খবরটি তাকে হঠাৎ করে খুবই আশ্চর্যের সঙ্গে আঘাত করেছিল।
Bolt from the blue মানে কী?
English Meaning 1: A sudden and unexpected event or news.
Bangla Meaning 1: হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা খবর, যা একদমই অপ্রত্যাশিত।
Example Sentence:
-
The news of his accident was like a bolt from the blue.
-
(তার দুর্ঘটনার খবরটি ছিল একেবারে অপ্রত্যাশিত।)
English Meaning 2: A complete surprise.
Bangla Meaning 2: একদম বিস্ময়কর বা চমকে যাওয়ার মতো কোনো কিছু।
Example Sentence:
-
The job came like a bolt from the blue.
-
(চাকরিটা একেবারে হঠাৎ করেই হয়ে গেল – এটি ছিল খুব বিস্ময়ের বিষয়।)
উৎস: Live MCQ Lecture.

0
Updated: 5 days ago