'light' is to 'dark' as 'cold' is to-
A
hot
B
heat
C
cool
D
winter
উত্তরের বিবরণ
• Light:
Meaning: আলোকবিশিষ্ট; উজ্জ্বল
• Dark:
Meaning: অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
• Cold:
Meaning: ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
Options,
ক) Hot:
Meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
খ) Heat:
Meaning: তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম।
গ) Cool:
Meaning: ঈষৎ ঠাণ্ডা।
ঘ) Winter:
Meaning: শীতকাল।
অপশন বেচনা করে দেখা যায়, 'light' is to 'dark' as 'cold' is to - hot.
The relationship is one of opposites, just as "light" is the opposite of "dark," "cold" is the opposite of "hot."

0
Updated: 1 month ago
I decided to go ____ with my friend as I needed some exercise.
Created: 1 month ago
A
to a walk
B
for a walk
C
for a walking
D
walk
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে for a walk।
-
পূর্ণ বাক্য হবে: I decided to go for a walk with my friend as I needed some exercise.
• Go for a walk বলতে বোঝায় "হাঁটতে যাওয়া"।
-
ফলে বাক্যের অর্থ সঠিক রাখতে হলে শূন্যস্থানে for a walk বসানোই যথাযথ হবে।
🔁 পুনর্লিখিত ইউনিক সংস্করণ:
• খালি স্থানে উপযুক্ত শব্দাংশ হবে for a walk।
-
তখন বাক্যটি দাঁড়াবে: I decided to go for a walk with my friend as I needed some exercise.
• ইংরেজিতে go for a walk শব্দগুচ্ছের মানে হলো "হাঁটাহাঁটি করা" বা "হাঁটার উদ্দেশ্যে বাইরে যাওয়া"।
-
তাই বাক্যটি সঠিকভাবে গঠনের জন্য এই শব্দগুচ্ছটি শূন্যস্থানে ব্যবহার করাই হবে যথার্থ।

0
Updated: 1 month ago
There is no alternative ____ training.
Created: 1 month ago
A
to
B
for
C
than
D
of
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি

0
Updated: 1 month ago
Cricket is a kind of play. It is also a kind of _________.
Created: 1 week ago
A
insect
B
food
C
bird
D
flower
Cricket is a kind of play. It is also a kind of insect.
Cricket (খেলা)
-
English Meaning: একটি খেলা যা খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে বল, ব্যাট এবং দুইটি উইকেট ব্যবহার করা হয়। দুই দলের খেলোয়াড় সংখ্যা হয় ১১ জন করে। প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে বেশি রান সংগ্রহ করাই এর মূল উদ্দেশ্য।
-
Bangla Meaning: ক্রিকেট খেলা।
Cricket (পোকা)
-
English Meaning: এটি এক ধরনের পোকা যা ঘাসফড়িং জাতের হলেও পা তুলনামূলক ছোট। পুরুষ পোকার বিশেষত্ব হলো – এরা চিঁ-চিঁ জাতীয় সুরেলা শব্দ উৎপন্ন করে।
-
Bangla Meaning: ঝিঁঝি পোকা।
Source: Bangla Academy – Accessible Dictionary

0
Updated: 1 week ago