সম্প্রতি উন্মোচিত ১০০ টাকার নতুন নোটে নিম্নের কোন ছবিটি রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
সুন্দরবন
B
মেট্রোরেল
C
পদ্মা সেতু
D
কর্ণফুলী টানেল
উত্তরের বিবরণ
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১২ আগস্ট, ২০২৫ তারিখে বাজারে ১০০ টাকার নতুন নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নোটের এক পাশে ষাট গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে। নোটের মূল রং নীল এবং এটি গভর্নর ড. আহসান এইচ মনসুর কর্তৃক স্বাক্ষরিত।
-
নতুন নোটের মোট পরিমাণ: ১ হাজার ৫০০ কোটি টাকা
-
বিতরণ: সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয়; যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ প্রকাশ করেছে, তাদেরকে স্বল্প পরিমাণে নতুন নোট প্রদান করা হয়েছে
-
নোটের বৈশিষ্ট্য: এক পাশে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, অপর পাশে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন
-
নোটের রং: নীল

0
Updated: 3 days ago
শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন?
Created: 1 month ago
A
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
B
Planet 50-50
C
এমডিজি অ্যাওয়ার্ড-২০১০
D
জাতিসংঘ শান্তি পুরস্কার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০১০ সালে MDG Award 2010 লাভ করেন। এছাড়াও, তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০১৫ সালে জাতিসংঘের Champion of the Earth এবং নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্য ২০১৬ সালে Planet 50-50 Champion Award অর্জন করেছেন।
উৎস: pmo.gov.bd/(প্রধানমন্ত্রীর কার্যালয়)

0
Updated: 1 month ago
ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
Created: 2 weeks ago
A
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
C
মাহমুদুল হক ওসমানী
D
হাজী মুহাম্মদ দানেশ
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)
-
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক দল, যা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের জুলাই মাসে গঠিত হয়।
গঠন প্রেক্ষাপট:
-
১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাগমারিতে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে মতবিরোধ দেখা দেয়।
-
দলের ডানপন্থী নেতা-কর্মীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পাশে দাঁড়ান।
-
বামপন্থী অংশ, মাওলানা ভাসানীর নেতৃত্বে, স্বাধীন ও জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি এবং পূর্ব-পাকিস্তানের সর্বাধিক স্বায়ত্তশাসনের দাবি তোলে।
-
এর ফলে আওয়ামী লীগ আদর্শিক কারণে বিভক্ত হয়ে পড়ে।
-
ঐ বছর ১৮ মার্চ মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির পদ ত্যাগ করেন।
ন্যাপের গঠন ও প্রথম সম্মেলন:
-
বামপন্থী অংশ ঢাকার রূপমহল সিনেমা হলে ২৪-২৫ জুলাই গণতান্ত্রিক কর্মী সম্মেলন আয়োজন করে।
-
এ সম্মেলনে গঠন করা হয় পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
প্রাথমিক নেতৃত্ব:
-
প্রতিষ্ঠাতা সভাপতি: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
-
সাধারণ সম্পাদক: মাহমুদুল হক ওসমানী
-
অন্যান্য সদস্য: হাজী মুহাম্মদ দানেশ, অধ্যাপক মোজাফফর আহমেদ, মশিউর রহমান যাদু মিয়া, আবদুল মতিন, ওয়ালি খান প্রমুখ।
উল্লেখযোগ্য তথ্য:
-
১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাগমারি সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র নীতি নিয়ে বিরোধের কারণে মাওলানা ভাসানী ১৮ই মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

0
Updated: 2 weeks ago
নিম্নের কোনটি সরকারি আইনগত সহায়তার হেল্পলাইন নম্বর হিসেবে পরিচিত?
Created: 2 weeks ago
A
১৬৪২০
B
৩৩৩
C
১০৯৮
D
১৬৪৩০
কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত মিথ্যা বা হয়রানিমূলক মামলার বিরুদ্ধে আইনি সহায়তা প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি হেল্পলাইন চালু করেছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬৪৩০ নম্বরে ফোন করে সহায়তা নেওয়া যাবে।
-
হেল্পলাইনের অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা:
-
৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার
-
১০৯: নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ
-
১০৯৮: শিশু সহায়তামূলক কল সেন্টার
-
৩৩৩: জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার
-
১০৫: জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার
-
১০০: বিটিআরসি কল সেন্টার
-
১৬৪২০: বিটিসিএল কল সেন্টার
-

0
Updated: 2 weeks ago