নিচের কোন বানানটি অশুদ্ধ?
A
দুরাকাঙ্ক্ষা
B
অভিভুত
C
মাধ্যাকর্ষণ
D
ভাগীরথী
উত্তরের বিবরণ
অভিভূত শব্দটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ বানান এবং এটি একটি সংস্কৃত উৎসের শব্দ। সংযোগভাবে গঠিত [অভি + √ভূ + ত]।
অর্থের দিক থেকে অভিভূত শব্দের মানে:
-
বিহ্বল, ভাবাবিষ্ট
-
পরাভূত
-
আক্রান্ত
অন্যদিকে, নিম্নলিখিত বানানগুলোও শুদ্ধ:
-
দুরাকাঙ্ক্ষা
-
মাধ্যাকর্ষণ
-
ভাগীরথী

0
Updated: 3 days ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
বাল্মিকী
B
বাল্মিকি
C
বাল্মীকি
D
বাল্মীকী
শুদ্ধ বানান = বাল্মীকি। বাল্মীকি (বিশেষ্য)–সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই। অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
ন্যুনতম
B
নূন্যতম
C
ন্যূনতম
D
নুন্যতম
বাংলা শব্দ “নূন্যতম” মানে “সর্বনিম্ন” বা “অল্পতম”।
-
এখানে মূল ধ্বনি হলো নূন (যার অর্থ “কম”)।
-
তাই বানান “নূন্যতম” হবে শুদ্ধ।
অন্যগুলো ভুল কারণ:
-
ন্যুনতম → অকারণ “ন্যু” ধ্বনি ব্যবহার করা হয়েছে।
-
ন্যূনতম → অকারণ “ন্যূ” ধ্বনি ভুল।
-
নুন্যতম → ভুল ধ্বনি ও স্বরবর্ণ ব্যবহৃত।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমূর্ষূ
D
দ্বিজরাজ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 1 month ago