'If winter comes, can spring be far behind?' These lines were written by-
A
Keats
B
Frost
C
Eliot
D
Shelley
উত্তরের বিবরণ
"If Winter comes, can Spring be far behind?" — এই লাইনটি P.B. Shelley-এর লেখা Ode to the West Wind কবিতার শেষ লাইন। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং এটি লেখা হয় ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি Cascine wood-এ।
অনেকে মনে করেন, এটি Shelley তাঁর সন্তান উইলিয়ামের মৃত্যুর শোক থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতায় তিনি পশ্চিম বাতাসের (West Wind) শক্তিকে বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন এই বাতাস যেন পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।
Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি প্রেম এবং সামাজিক ন্যায়ের সন্ধানে গভীরভাবে নিবেদিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে Ozymandias, To a Skylark, ও Adonais এবং নাটকের মধ্যে আছে Prometheus Unbound ও The Cenci।

0
Updated: 1 month ago
What is the final message of Ode to the West Wind?
Created: 2 weeks ago
A
Death is final
B
Hope follows despair
C
Love conquers all
D
Silence is truth
শেষ লাইন—“If Winter comes, can Spring be far behind?”—পুরো কবিতার সারমর্ম। এটি শেখায় যে দুঃখ ও ধ্বংসের পরেই নতুন আশা ও জীবনের জন্ম হয়। অর্থাৎ হতাশার পরেই আসে আশার বসন্ত।

0
Updated: 2 weeks ago
Which element is associated with the West Wind in Shelley’s poem?
Created: 1 month ago
A
Air
B
Water
C
Fire
D
Earth

0
Updated: 1 month ago
What is meant by “dirge of the dying year”?
Created: 2 weeks ago
A
Spring’s song
B
The autumn wind
C
Funeral song of the year
D
Winter’s silence
Shelley পশ্চিম বাতাসকে বলেছেন “dirge of the dying year।” “Dirge” মানে শোকগীতি বা মৃতের জন্য গান। শরৎ হলো বছরের শেষ অধ্যায়, যেখানে প্রকৃতি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়। মৃত পাতার পতন, দিন ছোট হয়ে আসা, শীতের আগমন—সব মিলিয়ে এটি বছরের মৃত্যুর প্রতীক।
পশ্চিম বাতাসের গর্জন যেন শোকসংগীতের মতো শোনায়, যা সময়ের অস্থিরতা ও মৃত্যুর অবধারিত সত্যকে প্রকাশ করে। তবে এই মৃত্যু আসলে নতুন জন্মের প্রস্তুতি, তাই এতে লুকানো আছে পুনর্জন্মের সম্ভাবনা।

0
Updated: 2 weeks ago