সর্বোচ্চ সংখ্যক নোবেল পুরস্কার জয়ী দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
সুইডেন
D
জার্মানি
উত্তরের বিবরণ
সর্বাধিক নোবেল পুরস্কার জয়ী দেশ: নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্র, যা বৈজ্ঞানিক, সাহিত্য ও শান্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান প্রদর্শন করেছে।
-
মোট নোবেল পুরস্কার: ৪২৩টি
-
শীর্ষ তিন দেশ:
১. যুক্তরাষ্ট্র – ৪২৩টি
২. যুক্তরাজ্য – ১৪৩টি
৩. জার্মানি – ১১৫টি -
যুক্তরাষ্ট্রের নোবেল পুরস্কারের ক্ষেত্রে বিশদ:
-
চিকিৎসাশাস্ত্র: ১০৯ বার
-
পদার্থবিদ্যা: ১০০ বার
-
রসায়ন: ৮৬ বার
-
অর্থনীতি: ৬৯ বার
-
শান্তি: ২৮ বার
-
সাহিত্য: ১৫টি
-
-
শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা:
-
থিওডোর রুজভেল্ট, ১৯০৬
-
উড্রো উইলসন, ১৯১৯
-
জিমি কার্টার, ২০০২
-
বারাক ওবামা, ২০০৯
-
-
মোটকথা: যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক উদ্ভাবন, সাহিত্যিক সৃষ্টি এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা রাখায় নোবেল পুরস্কারের ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে

0
Updated: 3 days ago
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
রাশিয়া ও উত্তর কোরিয়া
C
চীন ও ভারত
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
২০২৫ সালের শুরুতে অনুমান করা হয় এই ৯টি দেশের হাতে মোট ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে
-
বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে আছে
-
এই দুই দেশ প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন বা সক্রিয় অবস্থায় রয়েছে
-
বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে
-
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১,৪১৯টি এবং রাশিয়া প্রায় ১,৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে

0
Updated: 2 weeks ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 1 month ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC

0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 4 weeks ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 4 weeks ago