'To get along with' means-
A
to adjust
B
to accompany
C
to interest
D
to walk
উত্তরের বিবরণ
Get along with মানে হলো কারো সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো সম্পর্ক বজায় রাখা। সহজভাবে বললে, এটি বোঝায় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, মানিয়ে চলা বা খাপ খাওয়ানো।
উদাহরণস্বরূপ:
They seem to get along pretty well.
বাংলা অর্থ: মনে হচ্ছে, তারা একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে চলে।
এখানে “get along with” বলতে বোঝানো হয়েছে কাউকে বুঝে চলা বা সুসম্পর্কে থাকা। এটি বিশেষ করে বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ব্যবহৃত হয়।
তবে খেয়াল রাখতে হবে,
-
“to accompany” মানে সঙ্গী হওয়া,
-
“to walk” মানে হাঁটা,
-
“to interest” মানে মনোযোগ আকর্ষণ করা।
এই শব্দগুলোর অর্থ “get along with” থেকে আলাদা। তাই সঠিক অর্থ বুঝে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
At large means -
Created: 6 hours ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:

0
Updated: 6 hours ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 month ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 month ago
'Boot leg' means to-
Created: 3 months ago
A
distribute
B
export
C
import
D
smuggle
• মূল প্রশ্নপত্রে "Boot leg" শব্দটি থাকলেও সঠিক বানান হবে "Bootleg" (এক শব্দে)।
সঠিক উত্তর: Smuggle
শব্দ বিশ্লেষণ:
🔹 Bootleg (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো মদ্যপ পানীয় বা রেকর্ড অবৈধভাবে তৈরি, বিতরণ বা বিক্রি করা।
-
বাংলা অর্থ: শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে মদ তৈরি, আমদানি, রপ্তানি বা বিক্রি করা।
🔹 Smuggle (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো পণ্যকে অবৈধভাবে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা।
-
বাংলা অর্থ: কাউকে বা কোনো কিছুকে গোপনে এবং বেআইনিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া।
বিভ্রান্তিকর অপশনসমূহ:
🔸 Distribute: বিতরণ করা বা ভাগ করে দেওয়া।
🔸 Export: রপ্তানি করা।
🔸 Import: আমদানি করা।
তথ্যসূত্র:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago