A
to adjust
B
to accompany
C
to interest
D
to walk
উত্তরের বিবরণ
Get along with মানে হলো কারো সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো সম্পর্ক বজায় রাখা। সহজভাবে বললে, এটি বোঝায় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, মানিয়ে চলা বা খাপ খাওয়ানো।
উদাহরণস্বরূপ:
They seem to get along pretty well.
বাংলা অর্থ: মনে হচ্ছে, তারা একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে চলে।
এখানে “get along with” বলতে বোঝানো হয়েছে কাউকে বুঝে চলা বা সুসম্পর্কে থাকা। এটি বিশেষ করে বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ব্যবহৃত হয়।
তবে খেয়াল রাখতে হবে,
-
“to accompany” মানে সঙ্গী হওয়া,
-
“to walk” মানে হাঁটা,
-
“to interest” মানে মনোযোগ আকর্ষণ করা।
এই শব্দগুলোর অর্থ “get along with” থেকে আলাদা। তাই সঠিক অর্থ বুঝে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ।
Source: Live MCQ Lecture

0
Updated: 6 days ago
The word 'electorate' means-
Created: 6 days ago
A
election office
B
a body of voters
C
many elections
D
candidates
Electorate (noun)
English Meaning: All the people who have the right to vote / A group of people allowed to vote.
Bengali Meaning: ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত সব মানুষ; নির্বাচকমণ্ডলী।
Example Sentence: বর্তমান ভোটিং পদ্ধতি জনগণের ইচ্ছাকে ঠিকভাবে প্রকাশ করে না।
সঠিক উত্তর: ভোট দেওয়ার অধিকার আছে এমন একটি জনগোষ্ঠী।
অন্যান্য বিকল্প:
ক) election office – নির্বাচন অফিস
গ) many elections – অনেক নির্বাচন
ঘ) candidates – প্রার্থীরা
তথ্যসূত্র: Merriam-Webster Dictionar, Accessible Dictionary.

0
Updated: 6 days ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 2 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
ILLUSIVE means
Created: 1 month ago
A
Not deceptive
B
Not certain
C
Not obvious
D
Not coherent
Illusive means - deceptive; illusory.
ক) Not deceptive - Near Opposite meaning
খ) Not certain - Near similar meaning
গ) Not obvious - Near similar meaning
ঘ) Not coherent - Near similar meaning
যেহেতু, 'most nearly similar or opposite in meaning' চাওয়া হয়েছে, এবং এখানে ৩টা Similar এবং একটা Opposite. তাই, সঠিক উত্তর 'ক) Not deceptive - Near Opposite meaning' এটা নেয়াই যুক্তিযুক্ত।
শব্দগুলোর অর্থ -
• Illusive - মায়িক; অলীক; ইন্দ্রজালিক।
• Deceptive - প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন।
• Certain - নিশ্চিত; সন্দেহাতীত।
• Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
• Coherent - সংলগ্ন, একএ সম্মিলিত।
Source: Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago