'light' is to 'dark' as 'cold' is to-
A
hot
B
heat
C
cool
D
winter
উত্তরের বিবরণ
• Light:
Meaning: আলোকবিশিষ্ট; উজ্জ্বল
• Dark:
Meaning: অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
• Cold:
Meaning: ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
Options,
ক) Hot:
Meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
খ) Heat:
Meaning: তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম।
গ) Cool:
Meaning: ঈষৎ ঠাণ্ডা।
ঘ) Winter:
Meaning: শীতকাল।
অপশন বেচনা করে দেখা যায়, 'light' is to 'dark' as 'cold' is to - hot.
The relationship is one of opposites, just as "light" is the opposite of "dark," "cold" is the opposite of "hot."
0
Updated: 3 months ago
We need two hundred dollars ____ this to pay for everything.
Created: 3 months ago
A
as well
B
also
C
beside
D
besides
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে - besides
-
পূর্ণ বাক্য: We need two hundred dollars besides this to pay for everything.
(আমাদের এই টাকার পাশাপাশি আরও দুইশো ডলার প্রয়োজন সব খরচ মেটাতে।)
• Besides শব্দের ব্যাখ্যা:
-
ইংরেজি অর্থ: in addition to; also
-
বাংলা অর্থ: তদুপরি, ছাড়াও, অতিরিক্তভাবে, আরও।
• সাধারণত besides শব্দটি তখন ব্যবহার হয়, যখন কোনো কিছুর সাথে আরেকটি অতিরিক্ত বা বাড়তি চাহিদা বোঝাতে চাই। এটি প্রায়ই বাক্যে যুক্তভাবে ব্যবহৃত হয়ে থাকে, যাতে বোঝানো হয় কিছু ছাড়াও আরও কিছু প্রয়োজন বা যুক্ত হচ্ছে।
0
Updated: 3 months ago
The romantic age in English literature began with the publication of ___
Created: 2 months ago
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
The teacher will check the copies after the students _____ writing.
Created: 2 months ago
A
have finished
B
finishes
C
finished
D
will finish
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago