What happens to light when it reaches the event horizon of a black hole?
A
It accelerates out
B
It bends and escapes
C
It reflects back
D
It gets trapped
উত্তরের বিবরণ
যখন কোনো আলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছায়, তখন এটি চরম মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের সম্মুখীন হয়। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতই প্রবল যে আলোও পালাতে পারে না। একবার আলো বা পদার্থ ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে গেলে তা চিরতরে ব্ল্যাক হোলের মধ্যে আটকে যায়। আলো এখানে আটকে গেলেও তার গতি কমে না, কিন্তু পথ সম্পূর্ণভাবে ব্ল্যাক হোলের কেন্দ্রে আকৃষ্ট হয়। ফলে ইভেন্ট হরাইজন অতিক্রম করা আলো কোনোভাবেই বের হতে পারে না, প্রতিফলিত হয় না এবং বাইরে ছড়াতে পারে না।
সঠিক উত্তর: ঘ) It gets trapped।
কৃষ্ণবিবর (Black hole) সম্পর্কিত তথ্য:
-
১৯৬৯ সালে মার্কিন বিজ্ঞানী জন হুইলার কৃষ্ণবিবর আবিষ্কার করেন।
-
তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্র সুপার নোভা বিস্ফোরণের পর এর অভ্যন্তরে সংকুচিত হতে থাকে।
-
সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম, ফলে মহাকর্ষ ক্ষেত্র এত প্রবল হয় যে কোনো আলো বা সংকেত বের হতে পারে না।
-
এই অবস্থাকে কৃষ্ণবিবর (Black hole) বলা হয়।
-
বাস্তবে মহাকর্ষ g-এর মান এত বেশি হয় যে ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না।

0
Updated: 3 days ago
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সদর দপ্তর কোথায়?
Created: 3 days ago
A
বেইজিং
B
জেনেভা
C
লন্ডন
D
প্যারিস
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সমন্বয় সাধনের জন্য কাজ করে।
• পূর্ণরূপ: The World Meteorological Organization (WMO)
• প্রতিষ্ঠিত: ২৩ মার্চ, ১৯৫০
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• বর্তমান সদস্য সংখ্যা: মোট ১৯৩টি, যার মধ্যে ১৮৭টি দেশ এবং ৬টি টেরিটরি অন্তর্ভুক্ত।

0
Updated: 3 days ago
'এল নিনো' কোন মহাসাগরের জলতাপমাত্রার পরিবর্তনের ফলে ঘটে?
Created: 3 days ago
A
ভারত মহাসাগর
B
আটলান্টিক মহাসাগর
C
আর্কটিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
এল নিনো হলো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক আবহাওয়াগত ঘটনা, যা সাউদার্ন অসকিলেশন (ENSO) নামক জলবায়ুর ধরণের দুটি অংশের একটি। এটি মূলত ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরের ওপর বাতাসের ধারা এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অনিয়মিত কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।
• এল নিনো বলতে ইএনএসও-র উষ্ণায়ন পর্যায়কে বোঝানো হয়।
• এই সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা বৈশ্বিক তাপমাত্রা, বৃষ্টিপাত এবং জলবায়ুর স্বাভাবিক ধারা পরিবর্তন করে।
• লা নিনা হলো এর বিপরীত বা শীতলকরণ পর্যায়, যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়।
• এল নিনোর বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা সাধারণত প্রায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়।
• অপরদিকে, লা নিনা চলাকালীন প্রায় একই পরিমাণে তাপমাত্রা হ্রাস পায়।
• এই দুই অবস্থার মধ্যবর্তী সময়ে জলবায়ু তুলনামূলক স্থিতিশীল থাকে, যা নিরপেক্ষ পর্যায় নামে পরিচিত।

0
Updated: 3 days ago
মুক্তিযুদ্ধকালীন 'বাংলাদেশ ফিল্ড হাসপাতাল' কত নং সেক্টরে অবস্থিত ছিল?
Created: 1 week ago
A
১ নং
B
২ নং
C
৪ নং
D
৯ নং
বাংলাদেশ ফিল্ড হাসপাতাল
-
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য গড়ে উঠেছিল ফিল্ড হাসপাতাল।
-
২ নং সেক্টরে অবস্থিত এই হাসপাতালটি ‘বাংলাদেশ হাসপাতাল’ নামে পরিচিত।
-
প্রতিটি সেক্টরের হেডকোয়ার্টারের সঙ্গে একটি করে মেডিকেল ইউনিট ছিল। ২ নং সেক্টর বিস্তৃত ছিল বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত, ঢাকা শহর ও ফরিদপুর জেলার পূর্বাংশ পর্যন্ত।
-
২ নং সেক্টরের হেডকোয়ার্টার: ভারতের আগরতলা (প্রথমে মতিনগর, পরে মেলাঘর)। নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ। ঢাকায় গেরিলাযুদ্ধের পরিকল্পনা ও পরিচালনা মূলত এই সেক্টর থেকেই করা হতো।
চিকিৎসা ও পরিচালনা:
-
আহতদের জটিল ও সমন্বিত চিকিৎসা মূলত ভারতীয় হাসপাতালে দেওয়া হতো, তবে বাংলাদেশ হাসপাতাল সম্পূর্ণ বাংলাদেশি জনবল ও অর্থায়নে পরিচালিত হয়।
-
হাসপাতালের নেপথ্য কারিগররা: ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এম এ মোবিন, প্রয়াত ডা. আখতার আহমেদ, ডা. নাজিমুদ্দীন আহমেদ ও ডা. সিতারা বেগম।
-
ক্যাপ্টেন আখতার মেজর খালেদের সঙ্গে পরামর্শ করে কুমিল্লা সীমান্তের শ্রীমন্তপুর এলাকায় হাসপাতালের উদ্যোগ নেন।
-
ডা. আখতার কমান্ডিং অফিসার হলেও মূল কাজকর্ম চালাতেন ডা. নাজিম।
-
মে মাসে হাসপাতালে যোগ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ডা. এম এ মোবিন।
-
সেপ্টেম্বর মাসে যোগ দেন ক্যাপ্টেন সিতারা বেগম।
-
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন পর্যন্ত সক্রিয় ছিলেন ডা. আখতার, ডা. নাজিম, ডা. সিতারা এবং পরামর্শক হিসেবে ডা. মোবিন।
-
২ নং সেক্টরের সাবসেক্টরগুলোতে ফার্স্ট এইডে প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারা দায়িত্বে থাকতেন।

0
Updated: 1 week ago