The disease rickets, which affects bone development in children, occurs due to deficiency of:
A
Vitamin A
B
Vitamin C
C
Vitamin D
D
Vitamin B6
উত্তরের বিবরণ
রিকেটস হলো একটি রোগ যা শিশুদের হাড়ের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে। এটি মূলত ঘটে যখন দেহে ভিটামিন ডি-এর অভাব থাকে। ভিটামিন ডি হাড়কে শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। শিশু পর্যাপ্ত ভিটামিন ডি না পেলে হাড় নরম ও দুর্বল হয়ে যায়, ফলে হাড় বাঁকানো বা বিকৃত হতে পারে। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে পায়ের হাড়ের বাঁক, স্তনের হাড়ের বৃদ্ধি সমস্যা, দাঁতের দেরী বিকাশ এবং পেশীতে দুর্বলতা। সঠিক খাদ্য যেমন দুধ, ডিম এবং পর্যাপ্ত সূর্যের আলো ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে সহায়ক। তাই রিকেটস প্রতিরোধে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ।
ভিটামিন ডি সম্পর্কিত তথ্য:
-
ভিটামিন ডি মূলত প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়।
-
সূর্যালোকের অতিবেগুনি রশ্মি ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত করতে সাহায্য করে।
-
প্রধান খাদ্য উৎস: ডিমের কুসুম, দুধ, মাখন।
-
বাধাঁকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছেও ভিটামিন ডি পাওয়া যায়।
-
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে।
-
ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
-
অত্যধিক ভিটামিন ডি গ্রহণে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হয়ে রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে কিডনি, হৃৎপিন্ড, ধমনি ইত্যাদিতে ক্যালসিয়াম জমা হতে পারে।

0
Updated: 3 days ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়?
Created: 1 month ago
A
৩০ দিন
B
৪৫ দিন
C
৬০ দিন
D
৯০ দিন
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি ই-৮ (E-8) ভুক্ত নয়?
Created: 3 days ago
A
ভারত
B
জাপান
C
অস্ট্রেলিয়া
D
ব্রাজিল
ই-৮ (E-8) হলো বিশ্বের প্রধান পরিবেশ দূষণকারী আটটি দেশের সমিতি, যা বৈশ্বিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একত্রিত হয়েছে। এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী, এবং এ কারণে তারা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আইন ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• ই-৮-এর অন্তর্ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
• ই-৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণ কমাতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে।
• এ দেশগুলোর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
• এই সমিতির সদস্যরা বিশ্বের কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অন্যতম প্রধান উৎস, যা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন।
• উল্লেখ্য, অস্ট্রেলিয়া ই-৮-এর অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 3 days ago
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে?
Created: 2 weeks ago
A
আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
নেপাল
D
নিউজিল্যান্ড
মহিলাদের প্রথম ভোটাধিকার অর্জনের ইতিহাস বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ধাপে ধাপে ঘটেছে।
-
বিশ্বে প্রথম: ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করেন।
-
অন্যান্য দেশ:
-
১৯০২ – অস্ট্রেলিয়া
-
১৯০৬ – ফিনল্যান্ড
-
১৯১৫ – ডেনমার্ক
-
১৯১৮ – যুক্তরাজ্যের নারীরা (শর্তসাপেক্ষে)
-
১৯২০ – যুক্তরাষ্ট্রের নারীরা
-
-
মুসলিম দেশগুলো:
-
১৯১৮ – কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে
-
১৯৩০ – তুর্কি নারীরা
-
১৯৪৯ – আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা
-
-
দক্ষিণ এশিয়া:
-
১৯৪৭ – পাকিস্তান
-
১৯৫০ – ভারত
-
১৯৭২ – বাংলাদেশ
-

0
Updated: 1 week ago