Iodine-131 is a:
A
Stable halogen
B
Radioiodine
C
Inert iodine
D
Iodate compound
উত্তরের বিবরণ
Iodine-131 হলো একটি Radioiodine, অর্থাৎ এটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতো রাসায়নিকভাবে কাজ করে, তবে এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সার। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এজন্য Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: খ) Radioiodine।
তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
শরীরের কোন স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার আছে তা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
-
নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়।
-
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় Iodine-131 ব্যবহার করা হয়।
-
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
-
দেহের হাড় বৃদ্ধি এবং ব্যাথার স্থান ও কারণ নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
-
ব্রেইন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়।

0
Updated: 3 days ago
'Soft Loan Window' নামে পরিচিত কোনটি?
Created: 1 month ago
A
MIGA
B
IBRD
C
IMF
D
IDA
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
Who was the Governor of East Bengal during the language movement of 1952?
Created: 2 weeks ago
A
Malik Ghulam Muhammad
B
Khwaja Nazimuddin
C
Nurul Amin
D
Feroze Khan Noon
ভাষা আন্দোলন হলো বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ধাপ এবং এর মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। এই আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
-
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন ফিরোজ খান নুন।
-
সময়ের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
-
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হিসেবে পরিচিত।
-
এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
Created: 1 month ago
A
বীর প্রতীক
B
বীর উত্তম
C
বীর বিক্রম
D
উপড়ের কোনটিই নয়
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
পরিচিতি: একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান, জন্ম নেদারল্যান্ডস
-
মুক্তিযুদ্ধকালীন অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে যুদ্ধ
-
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া

0
Updated: 1 month ago