A
raising
B
risen
C
rising
D
raised
উত্তরের বিবরণ
Present Continuous Tense-এর Structure হলো: Subject + am/is/are + verb-এর ing form + object. যেমন: The baby is crying. এখানে "is crying" চলমান একটি কাজ বোঝায়।
The prices of rice are rising এই বাক্যে "are rising" ব্যবহার হয়েছে কারণ এটি একটি চলমান অবস্থা বোঝায় – অর্থাৎ এখন ভাতের দাম বাড়ছে।
"Rising" হলো "rise" ক্রিয়ার present participle, যার মানে নিজে নিজে বা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া।
অন্যদিকে, "raising" শব্দটি "raise" ক্রিয়ার present participle, যার মানে কাউকে বা কিছুকে উপরে তোলা বা বৃদ্ধি করা – যা সাধারণত সক্রিয়ভাবে কেউ করে। যেমন: They are raising the prices.
তাই, “The prices of rice are rising” বাক্যে “rising” সঠিক, কারণ দাম নিজে বাড়ছে এবং এটি চলমান অবস্থা বোঝায়।

0
Updated: 6 days ago
"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Created: 5 days ago
A
desire
B
hope
C
dream
D
wish
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 5 days ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 day ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 day ago
Identify the correct sentence.
Created: 11 hours ago
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
• Correct sentence: It is time they called their parents.
- Bangla Meaning: তাদের বাবা-মাকে কল করার উপযুক্ত সময় হয়েছে।
• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time you took responsibility for your actions.
• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে, তাই এর পরে verb এর past form (called) বসবে।
• More examples:
- It is time we went to bed.
- It is time you made a decision.
- It is time he apologized for his mistake.
- It is time she packed her bags.
• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

0
Updated: 11 hours ago