The prices of rice are -
A
raising
B
risen
C
rising
D
raised
উত্তরের বিবরণ
Present Continuous Tense-এর Structure হলো: Subject + am/is/are + verb-এর ing form + object. যেমন: The baby is crying. এখানে "is crying" চলমান একটি কাজ বোঝায়।
The prices of rice are rising এই বাক্যে "are rising" ব্যবহার হয়েছে কারণ এটি একটি চলমান অবস্থা বোঝায় – অর্থাৎ এখন ভাতের দাম বাড়ছে।
"Rising" হলো "rise" ক্রিয়ার present participle, যার মানে নিজে নিজে বা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া।
অন্যদিকে, "raising" শব্দটি "raise" ক্রিয়ার present participle, যার মানে কাউকে বা কিছুকে উপরে তোলা বা বৃদ্ধি করা – যা সাধারণত সক্রিয়ভাবে কেউ করে। যেমন: They are raising the prices.
তাই, “The prices of rice are rising” বাক্যে “rising” সঠিক, কারণ দাম নিজে বাড়ছে এবং এটি চলমান অবস্থা বোঝায়।

0
Updated: 1 month ago
_____ amazing song haunted me for a long time.
Created: 3 weeks ago
A
These
B
Those
C
Thus
D
That
সঠিক উত্তর: That
পূর্ণ বাক্য: That amazing song haunted me for a long time.
বিস্তারিত ব্যাখ্যা:
-
এখানে song একটি একবচন (singular) গণনাযোগ্য (countable) noun।
-
একবচন noun-এর আগে একবচন নির্দেশক (singular determiner) that ব্যবহার করা হয়।
-
যদি noun বহু বচন (plural) হতো, যেমন songs, তাহলে নির্দেশক হিসেবে those ব্যবহৃত হতো।
Determiner কি এবং কেন ব্যবহার হয়:
-
Determiner হলো এমন একটি শব্দ যা noun-এর আগে আসে এবং সেটির সুনির্দিষ্টতা বা অস্পষ্টতা বোঝায়।
-
এটি noun কে সম্পূর্ণ বা আংশিকভাবে modify করতে পারে, তবে মূল উদ্দেশ্য হলো noun কে determine করা, অর্থাৎ সেটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট হিসেবে চিহ্নিত করা।
উৎস: Azar, B. S. (2020). Understanding and Using English Grammar. 5th Edition. Pearson.

0
Updated: 3 weeks ago
What would have happened if__________?
Created: 1 month ago
A
the bridge is broken
B
the bridge would break
C
the bridge had broken
D
the bridge had been broken
সঠিক বাক্য গঠনের জন্য প্রাসঙ্গিক নিয়ম
-
প্রদত্ত বাক্যটি ছিল: "What would have happened if the bridge had been broken?"
-
এটি একটি Third Conditional (বা Perfect Conditional) বাক্যের উদাহরণ।
• Third Conditional বাক্যের কাঠামো অনুযায়ী:
-
যদি If-Clause-এ Past Perfect Tense (had + verb-এর past participle) থাকে, তাহলে Main Clause-এ would have/could have + verb-এর past participle বসে।
-
যদি ঘটনাটি passive voice-এ প্রকাশ পায়, তবে If-Clause-এ ব্যবহার হয়: had been + past participle।
• কাঠামো (Structure):
If + Past Perfect Tense
→ would have/could have + past participle
উদাহরণ:
-
If you had studied, you would have passed.
-
What would have happened if the train had been delayed?
• উল্লেখযোগ্য বিষয়:
-
মূল বাক্যে clause-এর অবস্থান অদল-বদল করা হয়েছে, অর্থাৎ "would have happened" আগে এসেছে এবং "if the bridge had been broken" পরে বসেছে।
-
যেহেতু bridge নিজে নিজে কাজ করে না, এটি একটি passive construction।
-
তাই, "if" clause-টি হবে: If the bridge had been broken, যেখানে had been + broken passive structure নির্দেশ করে।

0
Updated: 1 month ago
There is no alternative ____ training.
Created: 1 month ago
A
to
B
for
C
than
D
of
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি

0
Updated: 1 month ago