'তিতীর্ষু' শব্দটির অর্থ কী?
A
পার হতে ইচ্ছুক
B
খেতে ইচ্ছুক
C
পান করতে ইচ্ছুক
D
দেখবার ইচ্ছা
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'তিতীর্ষু' শব্দের অর্থ হলো পার হতে ইচ্ছুক।
-
দেখবার ইচ্ছা প্রকাশকারী: দিদৃক্ষা
-
পান করতে ইচ্ছুক: পিপাসু
-
খেতে ইচ্ছুক: জিঘৎসু

0
Updated: 3 days ago
'খপোত' - শব্দের অর্থ কী?
Created: 4 weeks ago
A
পাখি
B
খরগোশ
C
উড়োজাহাজ
D
আকাশ
‘খপোত’ শব্দের অর্থ হলো বিমান, উড়োজাহাজ, আকাশযান।
অন্যান্য শব্দের অর্থ:
-
‘খরগোশ’ = শশক
-
‘গাড়ি’ = পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট
-
‘হরিণ’ = কুরঙ্গ, মৃগ, সুনয়ন
-
‘পাখি’ = পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী

0
Updated: 4 weeks ago
'সন্ধি' শব্দের অর্থ কী
Created: 3 weeks ago
A
সংক্ষেপণ
B
মিলন
C
একপদীকরণ
D
চিহ্ন
সন্ধি শব্দের অর্থ মিলন। আর দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুই দ্বনি পরিবর্তন হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধি বলে।

0
Updated: 3 weeks ago
Phoneme শব্দের অর্থ –
Created: 1 month ago
A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

0
Updated: 1 month ago