বাগ্ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
A
বিশৃঙ্খল
B
বেহায়া
C
অত্যন্ত গরিব
D
খুব অলস
উত্তরের বিবরণ
‘গোঁফ খেজুরে’ বাগ্ধারার অর্থ হলো খুব অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এই বাগ্ধারাটি এমন মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে বা সময় অপচয় করে।
অন্যদিকে:
-
চশমখোর অর্থ বেহায়া বা নির্লজ্জ ব্যক্তি।
-
ছা-পোষা অর্থ অত্যন্ত গরিব বা দরিদ্র অবস্থা সম্পন্ন ব্যক্তি।
-
জগাখিচুড়ি অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা।

0
Updated: 3 days ago
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অলস
B
পরিশ্রমী
C
পরিপাটি
D
দীর্ঘজীবী
'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।

0
Updated: 1 month ago
ইঁদুর কপালে কী?
Created: 1 month ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
“ইঁদুর কপালে” একটি বাগধারা, যার অর্থ কোনো কিছু অসম্ভব বা অদ্ভুতভাবে ঘটেছে বা ঘটতে যাচ্ছে। এটি সরাসরি বাস্তব ঘটনা বোঝায় না, বরং রূপক অর্থে ব্যবহার হয়।
-
প্রবাদ সাধারণত কোনো নীতিমালা বা শিক্ষা দেয়। যেমন: "অধীরের ধ্যান বৃথা।"
-
বাগধারা হলো কথার রূপক ব্যবহার, যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে।
-
সমস্তপদ হলো বাক্য বা পদ যা সব ধরণের শব্দ বা অর্থ ধারণ করে।
-
ব্যাসবাক্য হলো দীর্ঘ ও জটিল বাক্য, সাধারণত শাস্ত্রীয় লেখা বা দার্শনিক ভাব প্রকাশের জন্য।
এখানে “ইঁদুর কপালে” সরাসরি শিক্ষা বা নীতিমালা দেয় না, তাই এটি প্রবাদ নয়, বরং বাগধারা।

0
Updated: 1 month ago
‘সিঁদুরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
বড়ো বিপদ
B
অল্পে ভয়
C
বিপদের আশঙ্কা
D
আকাশ লাল
'সিঁদুরে মেঘ' বলতে মূলত সেই অবস্থাকে বোঝায় যেখানে, পূর্বের বিপদের অভিজ্ঞতার কারণে কেউ অল্প কিছু লক্ষণ দেখেই ভয় পেয়ে যায়। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায় - বড় বিপদের অভিজ্ঞতা অকারণেই ভীত করে তোলে। এখান থেকে উত্তর দিয়েছি।

0
Updated: 1 week ago