‘প্রভাবতী সম্ভাষণ’ বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্য রচনা, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছিলেন। এটি একটি শোকগাঁথা, যা তিনি তার বন্ধুর কন্যা প্রভাবতীর অকাল মৃত্যুর শোকে রচনা করেন।
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও জনহিতৈষী। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়, স্বাক্ষর ঈশ্বরচন্দ্র শর্মা। ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত এবং বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
-
প্রকাশিত প্রথম গ্রন্থ: ‘বেতাল পঞ্চবিংশতি’
-
বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য রচনা: ‘প্রভাবতী সম্ভাষণ’
-
ব্যাকরণগ্রন্থ: ‘ব্যাকরণ কৌমুদী’
-
মৃত্যু: ২৯ জুলাই, ১৮৯১
বিখ্যাত রচনা:
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
মৌলিক রচনা:
-
অতি অল্প হইল
-
আবার অতি অল্প হইল
-
ব্রজবিলাস
-
বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা
-
রত্ন পরীক্ষা
শিক্ষামূলক গ্রন্থ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা