'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
A
প্রস্থিত
B
নিষিদ্ধ
C
নিবিষ্ট
D
আবিষ্ট
উত্তরের বিবরণ
‘প্রবিষ্ট’ শব্দের বিপরীত শব্দ হলো ‘প্রস্থিত’। অর্থাৎ, ‘প্রবিষ্ট’ মানে যে প্রবেশ করেছে, আর ‘প্রস্থিত’ মানে যে প্রস্থান করেছে বা বেরিয়ে গেছে।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
-
গ্রহণ ⇄ বর্জন
-
অনুরক্ত ⇄ বিরক্ত
-
নিষিদ্ধ ⇄ আদিষ্ট
-
দরদি ⇄ নির্দয়
-
উদ্ধত ⇄ বিনীত

0
Updated: 3 days ago
’উগ্র’ এর বিপরীত শব্দ-
Created: 1 month ago
A
অনুগ্র
B
সৌম্য
C
ধীর
D
স্থির
‘উগ্র’ এর বিপরীত শব্দ- মৃদু / সৌম্য। গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: ‘অনুরক্ত’ এর বিপরীত শব্দ – বিরক্ত ‘উদ্ধত’ এর বিপরীত শব্দ-বিনীত। ‘সৌম্য’ শব্দের বিপরীত শব্দ- ‘উগ্র’। ‘অনুমেয়’ এর বিপরীত শব্দ– অননুমেয়। ‘নিয়ত’ এর বিপরীত শব্দ– বিরত। ‘প্রবিষ্ট’ এর বিপরীত শব্দ– প্রস্থিত। ‘দরদি’ এর বিপরীত শব্দ-নির্দয়। ‘ঔদ্ধত্য’ এর বিপরীত শব্দ- বিনয়।

0
Updated: 1 month ago
কোনটি ফারসি শব্দ?
Created: 2 months ago
A
চাবি
B
চাকর
C
চাহিদা
D
চশমা
চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রোজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম - দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।

0
Updated: 2 months ago
‘ঋজু’ শব্দের বিপরীত –
Created: 1 month ago
A
সোজা
B
বাঁকা
C
কঠিন
D
তরল
‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ – বক্র/বাঁকা। গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ- পারত্রিক। ‘ইহ’ শব্দের বিপরীত শব্দ – পরত্র। ‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ – কার্পণ্য।

0
Updated: 1 month ago