'To get along with' means-
A
to adjust
B
to accompany
C
to interest
D
to walk
উত্তরের বিবরণ
Get along with মানে হলো কারো সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো সম্পর্ক বজায় রাখা। সহজভাবে বললে, এটি বোঝায় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, মানিয়ে চলা বা খাপ খাওয়ানো।
উদাহরণস্বরূপ:
They seem to get along pretty well.
বাংলা অর্থ: মনে হচ্ছে, তারা একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে চলে।
এখানে “get along with” বলতে বোঝানো হয়েছে কাউকে বুঝে চলা বা সুসম্পর্কে থাকা। এটি বিশেষ করে বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ব্যবহৃত হয়।
তবে খেয়াল রাখতে হবে,
-
“to accompany” মানে সঙ্গী হওয়া,
-
“to walk” মানে হাঁটা,
-
“to interest” মানে মনোযোগ আকর্ষণ করা।
এই শব্দগুলোর অর্থ “get along with” থেকে আলাদা। তাই সঠিক অর্থ বুঝে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ।
Source: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
What is the meaning of the word 'euphemism'?
Created: 5 months ago
A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary
0
Updated: 5 months ago
Flora' means -
Created: 1 week ago
A
an elaborate decoration with flowers
B
all the flowers of an area
C
a garland of flowers
D
the plans of an particular area
0
Updated: 1 week ago
The manager dealt with his employees with a high hand, ignoring their complaints.
Here, "with a high hand" means -
Created: 1 month ago
A
Harshly
B
Sympathetically
C
Oppressively
D
Courageously
"With a high hand" অর্থ উদ্ধত বা অত্যাচারমূলকভাবে আচরণ করা। এটি সাধারণত নিয়ন্ত্রণমূলক বা কর্তৃত্বপরায়ণ ভঙ্গি বোঝায়।
-
English অর্থ: an oppressive or dictatorial manner।
-
Bangla অর্থ: উদ্ধতভাবে।
উল্লিখিত অপশনগুলো:
-
Harshly – রূঢ়ভাবে, কঠোরভাবে বা দমনমূলকভাবে আচরণ করা।
-
Sympathetically – সহানুভূতির সঙ্গে; সহানুভূতিপূর্ণভাবে।
-
Oppressively – অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা; অন্যায় বা নিষ্ঠুর শাসন দ্বারা দমিয়ে রাখা।
-
Courageously – সাহসে; নির্ভীকভাবে; সাহসীভাবে।
0
Updated: 1 month ago