Rizvi requested Rini ____ telephone to attend the meeting.
A
over
B
through
C
with
D
by
উত্তরের বিবরণ
Preposition ব্যবহারে এর নিয়ম
"Phone" বা "telephone" শব্দের আগে কোন preposition বসবে, তা ব্যবহারের ধরন অনুযায়ী নির্ভর করে। যদি বোঝানো হয় “ফোনের মাধ্যমে”, তখন by phone বা by telephone ব্যবহার হয়। যেমন: Rizvi requested Rini by telephone to attend the meeting. আবার, কারো সাথে ফোনে কথা বলা বোঝাতে on the phone ব্যবহার হয়।
যেমন: She is on the phone now. অন্যদিকে, over the phone বোঝায় ফোনে কথোপকথনের সময় কিছু আলোচনা হচ্ছে। যেমন: They will discuss the matter over the phone. তাই প্রশ্নে “telephone” থাকায় সঠিক preposition হবে by।
স্মরণযোগ্য উদাহরণ
-
By phone: The manager will inform us by phone.
-
Over the phone: They solved the issue over the phone.
-
On the phone: He is still on the phone.

0
Updated: 1 month ago
At least one of the students ____ full marks every time.
Created: 1 month ago
A
get
B
are getting
C
gets
D
have got
শূন্যস্থানটি পূরণে সঠিক ক্রিয়া হলো gets
-
সম্পূর্ণ বাক্য: At least one of the students gets full marks every time.
• One of the দ্বারা সাধারণত বোঝানো হয় — একটি বড় দলের মধ্য থেকে একজনকে।
-
এ ধরনের বাক্যে গঠন হয়ঃ
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular)। -
সুতরাং, এখানে one of the-এর পরে বহুবচন রূপ students ব্যবহৃত হয়েছে, এবং এর সঙ্গে একবচন ক্রিয়া gets যুক্ত হয়েছে।

0
Updated: 1 month ago
Teacher said, 'The earth ____ round the sun.'
Created: 3 weeks ago
A
moves
B
moved
C
has moved
D
will be moving
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - moves
- Complete sentence: Teacher said, 'The earth moves round the sun'.
• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'moves'.

0
Updated: 3 weeks ago
A soporific speech is likely to _______.
Created: 1 week ago
A
be incomprehensible
B
appeal primarily to emotions
C
put one to sleep
D
stimulate action
Soporific (adjective)
Meaning (ইংরেজি): Something that causes sleepiness or drowsiness.
বাংলা অর্থ: নিদ্রাজনক / নিদ্রার উদ্রেককারী।
উদাহরণ:
-
A soporific speech বলতে এমন বক্তৃতা বোঝায় যা শ্রোতাকে বিরক্ত বা ক্লান্ত করে ফেলে এবং ঘুম ঘুম ভাব এনে দেয়।
-
সহজভাবে বললে, soporific speech মানে এমন বক্তৃতা যা মানুষকে প্রায় ঘুম পাড়িয়ে দেয়।
ভুল অপশনগুলো ব্যাখ্যা
-
ক) be incomprehensible → অর্থ: বোঝা কঠিন বা অস্পষ্ট হওয়া।
-
খ) appeal primarily to emotions → অর্থ: মূলত আবেগকে আকর্ষণ করা।
-
ঘ) stimulate action → অর্থ: কাউকে কাজ করতে উদ্বুদ্ধ বা সক্রিয় করা।
কিন্তু এগুলোর কোনোটিই soporific শব্দের সাথে মেলে না। সঠিক উত্তর হলো—
Soporific Speech → ঘুম পাড়ানো বক্তৃতা।
উৎস: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago