২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে কোন দেশ?
A
কানাডা
B
ফ্রান্স
C
রাশিয়া
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর আওতায় পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো জলবায়ুর উপর মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা এবং বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে সমন্বয় সাধন করা।
• পূর্ণরূপ: Conference of the Parties (COP)
• ১৯৯২ সালে দেশগুলো UNFCCC-তে স্বাক্ষর করে।
• ১৯৯৫ সাল থেকে এটি প্রতি বছর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
• কপ-২৭: ২০২২ সালের নভেম্বরে মিশরে অনুষ্ঠিত।
• কপ-২৮: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ আয়োজিত।
• কপ-২৯: অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
• কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলে আয়োজিত হবে, স্থান হিসেবে নির্বাচিত হয়েছে আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারা।

0
Updated: 3 days ago
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য
B
সুইডেন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
Transparency International (TI) হল একটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন পিটার ইজেন এবং সদর দপ্তর বার্লিন, জার্মানিতে অবস্থিত।
-
সংস্থার নাম: Transparency International (TI)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা
সূত্র:

0
Updated: 2 weeks ago
খিলাফত আন্দোলন এর নেতা ছিলেন -
Created: 1 week ago
A
মাওলানা মোহাম্মদ আলী
B
মাওলানা শওকত আলী
C
মাওলানা আবুল কালাম আজাদ
D
বর্ণিত সবাই
খিলাফত আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত এক গুরুত্বপূর্ণ প্যান-ইসলামি আন্দোলন। এর মূল কারণ ছিল ব্রিটিশদের নীতি অনুযায়ী তুরস্কের সুলতানের খেলাফত দুর্বল ও বিভক্ত করা, যা ভারতের মুসলমানদের ধর্মীয় আবেগ ও রাজনৈতিক অবস্থানকে জটিল করে তোলে।
-
১৯২০ সালে সেভার্স চুক্তির অধীনে ব্রিটিশ সরকার তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যকে বিভক্ত করলে এর বিরুদ্ধে ভারতীয়রা যে আন্দোলন গড়ে তোলে, তা খিলাফত আন্দোলন নামে পরিচিত।
-
এটি ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে গঠিত একটি প্যান-ইসলামি আন্দোলন।
-
ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা হিসেবে শ্রদ্ধা করতেন।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান জার্মানির পক্ষ নিলে ভারতীয় মুসলমানেরা দ্বিধাদ্বন্দ্বে পড়েন, কারণ ধর্মীয়ভাবে তাঁরা খলিফার অনুগত, অথচ রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসনের অধীন থাকতে বাধ্য ছিলেন।
-
যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হলে, জার্মানির পক্ষ নেওয়ার শাস্তি হিসেবে তুরস্ককে বিভক্ত করার পরিকল্পনা করা হয়।
-
এই আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ, এবং দুই ভাই মাওলানা শওকত আলী ও মাওলানা মোহাম্মদ আলী।

0
Updated: 1 week ago
কৌটিল্যের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 3 weeks ago
A
৩টি
B
৮টি
C
৫টি
D
৪টি
প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য'র মতে, সুশাসনের উপাদান ৪টি। যথা:
- Law and Order.
- People Learning Administration.
- Justice and Rationally as the basis of decision.
- Corruption Free Government.
• বিভিন্ন সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা:
- UNDP: ৯টি,
- জাতিসংঘ:৮টি,
- বিশ্বব্যাংক:৬টি,
- UNHCR: ৫টি,
- AFDB: ৫টি,
- ADB :৪টি ,
- IDA : ৪টি।

0
Updated: 3 weeks ago