বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সদর দপ্তর কোথায়?
A
বেইজিং
B
জেনেভা
C
লন্ডন
D
প্যারিস
উত্তরের বিবরণ
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সমন্বয় সাধনের জন্য কাজ করে।
• পূর্ণরূপ: The World Meteorological Organization (WMO)
• প্রতিষ্ঠিত: ২৩ মার্চ, ১৯৫০
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• বর্তমান সদস্য সংখ্যা: মোট ১৯৩টি, যার মধ্যে ১৮৭টি দেশ এবং ৬টি টেরিটরি অন্তর্ভুক্ত।

0
Updated: 3 days ago
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
Created: 1 week ago
A
২ মার্চ, ১৯৭১
B
৩ মার্চ, ১৯৭১
C
৭ মার্চ, ১৯৭১
D
১১ মার্চ, ১৯৭১
প্রথম পতাকা উত্তোলন
-
২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে আ.স.ম আব্দুর রব, তৎকালীন ঢাকসুর ভিপি, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
-
পতাকা গৃহীত হয় ৬ মার্চ ১৯৭১।
-
বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
জাতীয় পতাকার নকশা ও সংবিধান:
-
সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার উল্লেখ আছে।
-
মানচিত্রসহ প্রথম নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
-
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন কামরুল হাসান।

0
Updated: 1 week ago
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
Created: 1 week ago
A
মাহমুদউল্লাহ রিয়াদ
B
তামিম ইকবাল
C
সাকিব আল হাসান
D
মুশফিকুর রহিম
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
-
তিনি প্রথম সেঞ্চুরি করেন ২০১৫ সালে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
-
সাকিব আল হাসানের দুটি এবং মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি রয়েছে বিশ্বকাপে।
-
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
-
মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেন, যা একাধিক রেকর্ডের সৃষ্টি করে।
-
প্রোটিয়াদের বিপক্ষে শতকটি ছিল তার বিশ্বমঞ্চে তৃতীয় সেঞ্চুরি।
-
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও তিনি।

0
Updated: 1 week ago
RAM- এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
Random Access Memory.
B
Read Available Memory.
C
Read Access Memory.
D
Random Available Memory.
কম্পিউটার মেমরি প্রধানত দুই প্রকার:
১) প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory)
-
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে ডাটা মুছে যাওয়া মেমরিকে Volatile Memory বলা হয়।
-
প্রধান মেমরির মধ্যে অন্তর্ভুক্ত: RAM (Random Access Memory) ও ROM (Read Only Memory)।
-
RAM হলো Volatile Memory এবং একে Main Storage বা Read-Write Memory বলা হয়।
-
ROM হলো Non-Volatile Memory, যা বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত থাকে।
২) গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory)
-
প্রধান মেমরি ব্যতীত সকল ধরনের মেমরি সহায়ক মেমরি হিসেবে বিবেচিত হয়।
-
উদাহরণ: Hard Disk, Pen Drive ইত্যাদি।
উৎস:

0
Updated: 2 weeks ago