He had written the book before he-
A
retired
B
had retired
C
has retired
D
will be retired
উত্তরের বিবরণ
Before দিয়ে যুক্ত দুটি clause-এর টেন্স ব্যবহারের সহজ নিয়ম
যদি দুটি clause "before" দিয়ে যুক্ত হয়, তাহলে টেন্সের নির্দিষ্ট নিয়ম থাকে।
প্রথম নিয়ম: যদি "before" এর আগের অংশে Past Perfect Tense থাকে, তাহলে পরের অংশে Past Indefinite Tense হয়।
যেমন: He had written the book before he retired.
এখানে “had written” হলো Past Perfect এবং “retired” হলো Past Indefinite।
আরেকটি উদাহরণ: We had reached the school before the bell rang.
দ্বিতীয় নিয়ম: যদি "before" দিয়ে যুক্ত প্রথম অংশ Future Perfect Tense হয়, তাহলে পরের অংশে Present Indefinite Tense হয়।
যেমন: We shall have reached the school before the bell rings.
এইভাবে before দিয়ে যুক্ত দুই অংশের মধ্যে কোন টেন্স বসবে তা নির্ভর করে প্রথম অংশের টেন্সের উপর।

0
Updated: 1 month ago
The romantic age in English literature began with the publication of ___
Created: 3 weeks ago
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
These books _______ me.
Created: 1 month ago
A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
A person who believes that laws and governments are not necessary is known as____________.
Created: 1 week ago
A
a militant
B
an anarchist
C
a terrorist
D
an extremist
প্রশ্নঃ A person who believes that laws and governments are not necessary is known as – ?
উত্তর: An anarchist
Anarchist (নৈরাজ্যবাদী) হলো এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন সমাজে কোনো সরকার, আইন বা কর্তৃপক্ষের প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তির উচিত নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করা।
-
English Meaning: A person who supports anarchism, believing that society can function without laws or government.
-
Bangla Meaning: নৈরাজ্যবাদী।
অন্যান্য সম্ভাব্য অপশন
-
Extremist (চরমপন্থী): যে ব্যক্তি চরম বা অতিরিক্ত মতবাদে বিশ্বাসী।
-
Terrorist (সন্ত্রাসী): যে ব্যক্তি ভয় ও সহিংসতা ব্যবহার করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণ করতে চায়।
-
Militant (জঙ্গি/উগ্রপন্থী): যে ব্যক্তি আক্রমণাত্মক বা সহিংস পদ্ধতিতে তার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়।
উৎসঃ Oxford Dictionary

0
Updated: 1 week ago