কোনটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ?
A
কয়লা
B
প্রাকৃতিক গ্যাস
C
সৌরশক্তি
D
খনিজ তেল
উত্তরের বিবরণ
শক্তিসম্পদ হলো প্রকৃতি প্রদত্ত সেই সমস্ত পদার্থ, যেগুলো থেকে শক্তি উৎপন্ন করা যায়। শক্তিসম্পদ কেবল উন্নয়নকে নিয়ন্ত্রণ করে না, অনেক ক্ষেত্রে এটি উন্নয়নকে দ্রুততর ও কার্যকরী করতেও সাহায্য করে।
শক্তিসম্পদ প্রধানত দুই প্রকার: নবায়নযোগ্য শক্তিসম্পদ এবং অনবায়নযোগ্য শক্তিসম্পদ।
• নবায়নযোগ্য শক্তিসম্পদ:
-
যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য, সেগুলোকে নবায়নযোগ্য শক্তিসম্পদ বলা হয়।
-
এটি পরিবেশবান্ধব, এবং প্রায়ই গ্রিন শক্তি হিসেবেও উল্লেখ করা হয়।
-
উদাহরণস্বরূপ: সৌরশক্তি, পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জোয়ার-ভাটা শক্তি, ভূ-তাপীয় শক্তি, বায়ু শক্তি, বায়োমাস ইত্যাদি।
• অনবায়নযোগ্য শক্তিসম্পদ:
-
যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় পাওয়া যায় না, সেগুলোকে অনবায়নযোগ্য শক্তিসম্পদ বলা হয়।
-
উদাহরণ: প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং বিভাজনজাত (Fission) পারমাণবিক শক্তি।
-
খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, কারণ এগুলোর উৎস হলো ফসিল বা জীবাশ্ম।

0
Updated: 3 days ago
শেনজেন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 week ago
A
১৯৮৫ সালে
B
১৯৮৩ সালে
C
১৮৮৫ সালে
D
১৯৮১ সালে
শেনজেন চুক্তি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত।
-
শেনজেন চুক্তি হলো ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি।
-
১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
-
স্বাক্ষরকারী দেশগুলো ছিল বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।
-
মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
-
এর আওতায় ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বয় করা হয় এবং তথ্য বিনিময়ের জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু হয়।
-
চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে; তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যোগ দেয়।
-
পরবর্তীতে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়।
-
যদিও প্রথমে এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে শুরু হয়েছিল, আমস্টারডাম চুক্তি (১৯৯৯) শেনজেন চুক্তিকে ইইউ আইনের অংশ করে।
-
পরবর্তী সময়ে একে একে বিভিন্ন দেশ যুক্ত হয়: চেক প্রজাতন্ত্রসহ একাধিক দেশ (২০০৭), সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) ও ক্রোয়েশিয়া (২০২৩)।
-
বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।

0
Updated: 1 week ago
সাবান তৈরিতে প্রধান কাঁচামাল কী ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
সোডা
B
গ্লিসারিন
C
চর্বি
D
স্টিয়ারিক অ্যাসিড
সাবান
-
সাবান হলো একটি বহুল প্রচলিত পরিষ্কারক, যা দেহ ও কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়।
-
আধুনিক জীবনে সাবানের পাশাপাশি ডিটারজেন্ট, ইমালশন, পলিশ ইত্যাদিও পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
-
কাপড় কাচার সাবানের মূল যৌগ হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
-
শেভিং ফোম বা জেলের প্রধান যৌগ হলো পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
-
কাপড় কাচার জন্য সাধারণত সোডিয়াম কার্বোনেট (Na2CO3) ব্যবহার করা হয়।
-
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
-
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো তেল বা চর্বি।
-
তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর্দ্র বিশ্লেষণ করলে যথাক্রমে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান তৈরি হয়।
-
সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
উৎস: রসায়ন ও বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 month ago
২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে কোন দেশ?
Created: 3 days ago
A
কানাডা
B
ফ্রান্স
C
রাশিয়া
D
ব্রাজিল
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর আওতায় পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো জলবায়ুর উপর মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা এবং বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে সমন্বয় সাধন করা।
• পূর্ণরূপ: Conference of the Parties (COP)
• ১৯৯২ সালে দেশগুলো UNFCCC-তে স্বাক্ষর করে।
• ১৯৯৫ সাল থেকে এটি প্রতি বছর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
• কপ-২৭: ২০২২ সালের নভেম্বরে মিশরে অনুষ্ঠিত।
• কপ-২৮: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ আয়োজিত।
• কপ-২৯: অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
• কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলে আয়োজিত হবে, স্থান হিসেবে নির্বাচিত হয়েছে আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারা।

0
Updated: 3 days ago