IPCC-এর পূর্ণরূপ কী?
A
International Panel on Climate Control
B
Intergovernmental Panel on Climate Change
C
International Program on Climate Change
D
Intergovernmental Program on Climate Control
উত্তরের বিবরণ
IPCC হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও প্রকাশের জন্য গঠিত। এর লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি নির্ধারণে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা।
• পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change (IPCC)।
• এটি গঠিত হয়েছে জাতিসংঘের দুটি সংস্থা—বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে।
• প্রতিষ্ঠার বছর: ১৯৮৮।
• IPCC-এর কাজের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও রিপোর্ট প্রকাশ করা।
• ২০০৭ সালে IPCC এই কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

0
Updated: 3 days ago
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর রয়েছে?
Created: 3 weeks ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
দক্ষিণ মহাসাগর
D
ভারত মহাসাগর
এন্টার্কটিকা (Antarctica):
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন :১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি; পঞ্চম বৃহত্তম।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

0
Updated: 3 weeks ago
মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
Created: 1 week ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
হৃদপিন্ড রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ এবং এটি রক্ত পাম্পের মতো কাজ করে, ফলে রক্ত সারা দেহে প্রবাহিত হয়।
-
হৃদপিন্ড বক্ষগহ্বরে, দুই ফুসফুসের মাঝখানে, সামান্য বাম দিকে অবস্থিত।
-
মানব হৃদপিন্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত: উপরের দুটি হলো বাম ও ডান অলিন্দ, নিচের দুটি হলো বাম ও ডান নিলয়।
-
নিলয় অলিন্দের তুলনায় বড়, প্রাচীর পুরু এবং পেশিবহুল।
-
প্রকোষ্ঠগুলো আলাদা হলেও হৃদপিন্ড একক হিসাবে কাজ করে এবং এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত।
-
হৃদপিন্ড অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
কৈশিক জালিকা হল ধমনি ও শিরার সংযোগস্থলে থাকা সূক্ষ্ম রক্তনালি জালিকা, যা এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত।
-
কৈশিক জালিকার মাধ্যমে রক্ত এবং কোষের মধ্যে পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, এবং বর্জ্য পদার্থ এর আদান-প্রদান ঘটে।

0
Updated: 1 week ago
Which tribe celebrates 'Biju' festival?
Created: 2 weeks ago
A
Chakma
B
Tripura
C
Garo
D
Lusai
চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী এবং নিজেদের চাঙমা নামে পরিচিত। তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে, যেখানে প্রায় ৯০% সদস্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত। ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও চাকমাদের কিছু বসতি রয়েছে।
-
চাকমারা মূলত মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী ছিলেন।
-
এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব হলো বিজু।
-
চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও বর্তমানে এটি ব্যবহার হয় না এবং ভাষা সাধারণত বাংলা লিপিতে লেখা হয়।
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago