The word 'precedence' means-
A
example
B
priority
C
elderly
D
case
উত্তরের বিবরণ
Precedence শব্দের অর্থ হলো "অগ্রাধিকার" বা অন্য কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া। এটি একটি noun, যার ইংরেজি অর্থ: কোনো কিছু বা কাউকে অন্য কিছুর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা।
বাংলায় এটি বোঝায়: অগ্রগণ্যতা, অগ্রাধিকার বা অগ্রপদ পাওয়ার অধিকার।
Synonym (সমার্থক শব্দ):
-
Priority, outweigh, supersede, prevail over, come before
Antonym (বিপরীত শব্দ): -
Backburner (অপ্রাধান্যপ্রাপ্ত কিছু)
Priority শব্দটির অর্থও প্রায় একই—কোনো কিছু আগে করার বা পাওয়ার অধিকার।
অপশনে থাকা আরও কিছু শব্দের সহজ মানে:
-
Example: উদাহরণ
-
Elderly: প্রবীণ, বয়োজ্যেষ্ঠ
-
Case: ঘটনা, অবস্থা, মামলা ইত্যাদি
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি, অক্সফোর্ড, ক্যামব্রিজ ও মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি।
0
Updated: 3 months ago
What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
Created: 1 month ago
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:
0
Updated: 1 month ago
Faults are thick where love is thin. - Bangla meaning?
Created: 1 month ago
A
মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্ভা
B
মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
C
যিনি কাজে উদার তিনিই সুন্দর
D
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
The correct answer is - ঘ) যারে দেখতে নারি তার চলন বাঁকা
Explanation:
-
ইংরেজি প্রবাদ: Faults are thick where love is thin.
-
বাংলায় এর অর্থ: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
-
প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দ পরিবর্তন বা সমার্থক ব্যবহার করা যায় না। তাই প্রচলিত রূপই সঠিক।
Other options (incorrect translations):
-
Great minds think alike. → মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
-
Great talkers are little doers. → কথায় যারা বড় তারা কাজে কম।
-
Handsome is as/that handsome does. → যিনি কাজে উদার তিনিই সুন্দর।
0
Updated: 1 month ago
BROCHURE means
Created: 4 months ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 4 months ago