I cannot ____ to pay such high prices.
A
able
B
but
C
try
D
afford
উত্তরের বিবরণ
অপশনে দেওয়া শব্দগুলোর সহজ অর্থ:
able
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করার ক্ষমতা বা যোগ্যতা থাকা।
-
বাংলা অর্থ: সক্ষম, যোগ্য, দক্ষ।
but
-
ইংরেজি অর্থ: আগের কথা থেকে ভিন্ন বা বিপরীত কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: কিন্তু, তবে, শুধু।
try
-
ইংরেজি অর্থ: কিছু করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: চেষ্টা করা।
afford
-
ইংরেজি অর্থ: কোনো কিছুর খরচ চালানোর মতো সামর্থ্য থাকা।
-
বাংলা অর্থ: সময় বা টাকা ব্যয় করার সামর্থ্য থাকা।
• বাক্যের অর্থ অনুযায়ী কোন শব্দটি বসবে?
বাক্যে বলা হয়েছে – "আমি এত বেশি দামের টাকা দিতে পারি না।"
এখানে বোঝা যাচ্ছে, টাকা খরচ করার সামর্থ্য নেই।
তাই, এই বাক্যের শূন্যস্থানে afford বসানোই ঠিক হবে।
বাক্যটি হবে:
I cannot afford to pay such high prices.
• সংক্ষেপে বুঝে রাখা ভালো:
-
able মানে কোনো কিছু করার ক্ষমতা।
-
afford মানে কোনো কিছুর জন্য টাকা বা সময় খরচ করার সামর্থ্য।
-
এই বাক্যে যেহেতু টাকা খরচের প্রসঙ্গ, তাই afford সঠিক শব্দ।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অভিধান, ক্যামব্রিজ ও অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।

0
Updated: 1 month ago
I opened the door as soon as I ___ the bell.
Created: 2 months ago
A
have heard
B
was hearing
C
am heard
D
heard
• “As soon as” ব্যবহারে উভয়পাশের tense একই রকম হয়।
যদি “as soon as”-এর আগে Past Indefinite tense ব্যবহৃত হয়, তাহলে এর পরেও Past Indefinite tense-ই বসে।
উল্লেখিত বাক্যে “as soon as”-এর আগে ব্যবহৃত হয়েছে “opened” — যা Past Indefinite। সে অনুযায়ী, “as soon as”-এর পরেও Past Indefinite ব্যবহৃত হবে।
তাই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে: heard
সম্পূর্ণ বাক্য: I opened the door as soon as I heard the bell.

0
Updated: 2 months ago
He said that he ____ the previous day.
Created: 1 month ago
A
has come
B
had come
C
came
D
arrived
✦ Direct এবং Indirect Narration সহজভাবে বুঝি:
❖ ধরো, Direct Speech এ বাক্য ছিল:
He said, “I came yesterday”.
➤ এখানে "came" হলো Past Indefinite Tense।
➤ "yesterday" সময়সূচক শব্দ।
❖ যখন এই বাক্যটিকে Indirect Speech-এ রূপান্তর করবো, তখন নিয়ম অনুযায়ী:
-
Past Indefinite → Past Perfect হয়ে যাবে।
-
yesterday → the previous day হয়ে যাবে।
✔ তাই Indirect Speech হবে:
He said that he had come the previous day.
✦ Direct ও Indirect Speech-এ Tense পরিবর্তনের সাধারণ নিয়মগুলো:
Direct Speech | Indirect Speech |
---|---|
Present Indefinite (go) | Past Indefinite (went) |
Present Continuous (is going) | Past Continuous (was going) |
Present Perfect (have gone) | Past Perfect (had gone) |
Past Indefinite (went) | Past Perfect (had gone) |
Past Continuous (was going) | Past Perfect Continuous (had been going) |
Past Perfect (had gone) | একই থাকে (had gone) |
Future Indefinite (will go) | would + verb (would go) |
✦ মনে রাখার টিপস:
-
যখন Reporting Verb (যেমন said) Past Tense-এ থাকে, তখন Reported Speech-এর Tense এক ধাপ পেছনে চলে যায়।
-
সময় ও স্থান বোঝাতে ব্যবহৃত শব্দগুলোরও পরিবর্তন হয় যেমন:
-
yesterday → the previous day
-
today → that day
-
now → then
-
tomorrow → the next day
-

0
Updated: 1 month ago
Liza had given me two ____.
Created: 4 days ago
A
pair of jean
B
pairs of jean
C
pair of jeans
D
pairs of jeans
Pair:
একটি pair হল দুইটি সমন্বিত জিনিস যা একসাথে ব্যবহার করার জন্য তৈরি। বাংলায় এর অর্থ জোড়া। উদাহরণস্বরূপ, a pair of shoes।
-
Plural: pair এবং pairs দুটিই ব্যবহৃত হয়।
-
উদাহরণসমূহ:
-
a pair of gloves/shoes
-
a pair of pants/scissors
-
Each package contains three pairs of socks
-
Jean:
Jean হল একটি মজবুত কাপড়, সাধারণত মোটা পাকানো সুতার তৈরি এবং বিশেষভাবে স্পোর্টসওয়্যার বা কাজের পোশাকে ব্যবহৃত হয়। বাংলায় এর অর্থ মজবুত প্যান্ট; জিনস।
-
Plural: jeans
-
বিশেষভাবে খেয়াল রাখতে হবে:
-
যখন শুধু একটি জোড়া বোঝানো হয়, তখন বলা হয় a pair of jeans
-
যখন একাধিক জোড়া বোঝানো হয়, তখন বলা হয় pairs of jeans
-
-
যেহেতু "jeans" হলো plural noun, আমরা একাধিক সেট বোঝাতে বলি pairs of jeans। উদাহরণ: Two pairs of jeans সঠিকভাবে বোঝায় যে Liza দুটি সেট জিনস দিয়েছে।
সুতরাং সঠিক বাক্য হবে: Liza had given me two pairs of jeans।

0
Updated: 4 days ago