জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
A
১১ সেপ্টেম্বর ২০০৩
B
২৯ জানুয়ারি, ২০০০
C
২৯ জানুয়ারি, ২০০২
D
১১ জুন ২০০৪
উত্তরের বিবরণ
কার্টাগেনা প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত। এটি জৈব প্রযুক্তি ও জীববৈচিত্র্য সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
• পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
• এটি একটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল, যা জৈব প্রযুক্তি ও জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য দিশা নির্ধারণ করে।
• এর মূল উদ্দেশ্য হলো জৈব জ্বালানি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা।
• প্রটোকলের খসড়া অনুমোদন হয় কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
• স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০।
• কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩।
• চুক্তিতে ১০৩টি দেশ স্বাক্ষরকারী হিসেবে আছে এবং ১৭৩টি দেশ অনুমোদনকারী হিসেবে রয়েছে।
• বাংলাদেশ এই প্রটোকল ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন করে।

0
Updated: 3 days ago
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
Created: 1 week ago
A
লর্ড কার্জন
B
লর্ড কর্নওয়ালিস
C
লর্ড ক্যানিং
D
লর্ড বেন্টিংক
চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত একটি গুরুত্বপূর্ণ ভূমি-রাজস্ব ব্যবস্থা। এর মাধ্যমে জমিদারদের জমির উপর স্থায়ী মালিকানা প্রদান করা হলেও কৃষক শ্রেণি তাদের জমির অধিকার থেকে বঞ্চিত হয়। দীর্ঘদিন টিকে থাকা এই ব্যবস্থা অবশেষে স্বাধীনতার পূর্বমুহূর্তে বিলুপ্ত হয়।
-
১৭৯৩ সালের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
-
ওই দিনে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের শর্তে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করা হয়।
-
এই ব্যবস্থার ফলে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়।
-
অপরদিকে, জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
-
অবশেষে ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন প্রবর্তনের মাধ্যমে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্তের অবসান ঘটে।

0
Updated: 1 week ago
নেজামে ইসলাম পার্টির নেতা কে ছিলেন?
Created: 1 week ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
মওলানা আতাহার আলী
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
যুক্তফ্রন্ট ছিল ১৯৫০-এর দশকে পূর্ব বাংলায় মুসলিম লীগকে প্রতিহত করার লক্ষ্যে গঠিত একটি রাজনৈতিক জোট, যা প্রাদেশিক নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।
-
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে মোকাবিলার জন্য চারটি রাজনৈতিক দল ‘যুক্তফ্রন্ট’ নামে জোট গঠন করে।
-
যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
-
১৯৫৪ সালের ৮-১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল:
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২. কৃষক শ্রমিক পার্টি: শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী
৪. বামপন্থী গনতন্ত্রী দল: হাজী মোহাম্মদ দানেশ

0
Updated: 1 week ago
United Nations Environment Programme (UNEP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
প্যারিস
B
নাইরোবি
C
কায়রো
D
নাকুরু
United Nations Environment Programme (UNEP) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিবেশ সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রদান করে।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ জুন।
-
প্রতিষ্ঠার পেছনের ঘটনা: ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Environment)।
-
সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া।
-
বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন ডেনমার্কের ইনগার অ্যান্ডাসন।

0
Updated: 1 week ago