মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য কোন গ্যাসের উৎপাদন হ্রাস পায়?
A
ক্লোরোফ্লুরোকার্বন
B
নাইট্রোজেন
C
কার্বনডাইঅক্সাইড
D
নাইট্রিক অক্সাইড
উত্তরের বিবরণ
মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য ওজোন স্তরকে ক্ষতিগ্রস্তকারী রাসায়নিক পদার্থের ব্যবহার ও উৎপাদন নিয়ন্ত্রণ করা। এটি বৈশ্বিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে বিবেচিত।
• গৃহীত হয়: ১৯৮৭ সালে।
• উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বিশেষ করে ক্লোরোফ্লুরোকার্বন (CFC)-এর ব্যবহার সীমিত ও নিয়ন্ত্রণ করা।
• চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
• কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
• প্রটোকলটি CFC, হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইডসহ ওজোন ধ্বংসকারী পদার্থ নিষিদ্ধ ও ধীরে ধীরে বন্ধ করার জন্য গৃহীত হয়।
• এই চুক্তি বাস্তবায়নের ফলে বিশ্বব্যাপী CFC গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা ওজোন স্তর পুনরুদ্ধারে সহায়তা করছে।

0
Updated: 3 days ago
নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয়?
Created: 3 days ago
A
সমুদ্রস্রোত
B
জলোচ্ছ্বাস
C
অক্ষাংশ
D
বায়ুপ্রবাহ
জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানের সুদীর্ঘ সময়ের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা, সাধারণত ৩০–৩৫ বছরের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্ণীত। এটি বৃহৎ এলাকায় প্রযোজ্য হয় এবং দৈনিক আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সরাসরি পরিবর্তিত হয় না।
• জলবায়ুর সংজ্ঞা: কোনো স্থানের দীর্ঘমেয়াদী আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা।
• এটি সাধারণত বৃহৎ এলাকা জুড়ে নির্ণীত হয়।
• জলবায়ুর পরিবর্তন নির্ভর করে আবহাওয়ার পরিবর্তনের উপর, তবে প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু বদলায় না।
জলবায়ুর নিয়ামক:
পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একরকম নয়; কোনো অঞ্চল উষ্ণ, কোনো অঞ্চল শীতল; কোনো স্থান বৃষ্টিবহুল, আবার কোনো স্থান বৃষ্টিহীন। এই পার্থক্য বিভিন্ন ভৌগোলিক কারণের কারণে হয়। এই কারণগুলোকে জলবায়ুর নিয়ামক বলা হয়।
• প্রধান জলবায়ুর নিয়ামক:
-
অক্ষাংশ
-
উচ্চতা
-
সমুদ্র থেকে দূরত্ব
-
বায়ুপ্রবাহ
-
বনভূমি
-
সমুদ্রস্রোত
-
পর্বতের অবস্থান
-
ভূমির ঢাল ও মৃত্তিকা
অন্যদিকে, জলোচ্ছ্বাস (Tidal Bore) হলো একটি প্রাকৃতিক ঘটনা, যা সংকীর্ণ ও অগভীর নদীপথ বা মোহনায় প্রবল জোয়ারের সময় সৃষ্ট প্রাচীরাকৃতির উত্থিত তরঙ্গ হিসেবে দেখা দেয়। এটি নদীর স্রোতের বিপরীতে অগ্রসর হওয়ার চেষ্টা করে, ফলে জলোচ্ছ্বাসের পানি প্রাচীরের মতো উঁচু হয়ে ওঠে।

0
Updated: 3 days ago
Which of the following is not a part of the forebrain?
Created: 2 weeks ago
A
Hypothalamus
B
Thalamus
C
Cerebellum
D
Cerebrum
সেরেবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যা মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি।
মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি স্ফীত অংশ, যা কঙ্কাল খোঁচায় অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি, এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
মানব মস্তিষ্ককে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়:
১. অগ্রমস্তিষ্ক
২. মধ্যমস্তিষ্ক
৩. পশ্চাৎ মস্তিষ্ক (সেরেবেলাম)
১. অগ্রমস্তিষ্ক
-
এটি মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
-
তিনটি অংশে বিভক্ত:
-
সেরেব্রাম
-
থ্যালামাস
-
হাইপোথ্যালামাস
-
সেরেব্রাম
-
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় ৮০% গঠন করে।
-
প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি লোব-এ বিভক্ত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব।
-
সেরেব্রাম সংযুক্ত বাকশক্তি, স্মৃতি, চিন্তাশক্তি, বুদ্ধি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
-
সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী।
থ্যালামাস
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র, ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
এটি সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং সেরেব্রামে রিলে করে পাঠায়।
হাইপোথ্যালামাস
-
থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
অন্তত এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত।
-
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
-
পিটুইটারী গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে।
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় দেশে প্রথমবারের মত কোন রোগ প্রতিরোধে টিকা দিবে সরকার? (আগস্ট-২০২৫)
Created: 1 week ago
A
কলেরা
B
ডেঙ্গু
C
যক্ষ্মা
D
টাইফয়েড
টাইফয়েড টিকা হলো টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের উদ্যোগে প্রদত্ত এক গুরুত্বপূর্ণ প্রতিষেধক, যা শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করবে। এই টিকাদান কর্মসূচি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা কার্যক্রম শুরু হয়েছে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এটি এক ডোজের ইনজেকটেবল টিকা, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে।
-
টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

0
Updated: 1 week ago