ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর-২০২৫)
A
৩২টি
B
৩৫টি
C
৩৮টি
D
৩০টি
উত্তরের বিবরণ
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):- গঠন - ১৯৯৪ সালে।- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।- সদস্য সংখ্যা -৩২টি। - ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। 


0
Updated: 3 days ago
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
Created: 1 month ago
A
প্রবাসী কল্যাণ ব্যাংক
B
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
- বাংলাদেশ কৃষি ব্যাংক।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক:
- সোনালী ব্যাংক পিএলসি।
- জনতা ব্যাংক পিএলসি।
- অগ্রণী ব্যাংক।
- রূপালী ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর এ.এন.এম নূরুজ্জামান
B
মেজর এম. আবু তাহের
C
মেজর চিত্তরঞ্জন দত্ত
D
মেজর নাজমুল হক
⇒ ১১ নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের।
- মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।
- মহেন্দ্রগঞ্জ ছিল এই সেক্টরের হেডকোয়ার্টার।
উল্লেখ্য:
- ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
- ২ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- ৩ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
- ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
- ৫ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- ৬ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
- ৭ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
- ৮ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
- ৯ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
- ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
Created: 1 week ago
A
কিউবা
B
বার্বাডোস
C
জ্যামাইকা
D
ব্রাজিল
বার্বাডোস দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের জন্য পরিচিত। রাজধানী এবং বৃহত্তম শহর ব্রিজটাউন, যা দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান এবং সরকারী ভাষা হলো ইংরেজি।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগর।
-
রাজধানী ও বৃহত্তম শহর: ব্রিজটাউন।
-
প্রধান ধর্ম: খ্রিস্টান।
-
সরকারী ভাষা: ইংরেজি।
অন্য দেশের রাজধানীসমূহ:
-
কিউবার রাজধানী: হাভানা।
-
ব্রাজিলের রাজধানী: ব্রাসিলিয়া।
-
জ্যামাইকার রাজধানী: কিংস্টন।

0
Updated: 1 week ago