He had written the book before he-
A
retired
B
had retired
C
has retired
D
will be retired
উত্তরের বিবরণ
Before দিয়ে যুক্ত দুটি clause-এর টেন্স ব্যবহারের সহজ নিয়ম
যদি দুটি clause "before" দিয়ে যুক্ত হয়, তাহলে টেন্সের নির্দিষ্ট নিয়ম থাকে।
প্রথম নিয়ম: যদি "before" এর আগের অংশে Past Perfect Tense থাকে, তাহলে পরের অংশে Past Indefinite Tense হয়।
যেমন: He had written the book before he retired.
এখানে “had written” হলো Past Perfect এবং “retired” হলো Past Indefinite।
আরেকটি উদাহরণ: We had reached the school before the bell rang.
দ্বিতীয় নিয়ম: যদি "before" দিয়ে যুক্ত প্রথম অংশ Future Perfect Tense হয়, তাহলে পরের অংশে Present Indefinite Tense হয়।
যেমন: We shall have reached the school before the bell rings.
এইভাবে before দিয়ে যুক্ত দুই অংশের মধ্যে কোন টেন্স বসবে তা নির্ভর করে প্রথম অংশের টেন্সের উপর।
0
Updated: 3 months ago
First language means the ___ language.
Created: 3 months ago
A
important
B
main
C
natural
D
official
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
• First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.
0
Updated: 3 months ago
Professor Razzak was a scholar ____ refute. (Fill in the gap)
Created: 2 months ago
A
in
B
of
C
after
D
by
উল্লিখিত বাক্যটিতে Refute শব্দটি ব্যবহারের কারণে অর্থগত ভুল হয়েছে।
আসলে এখানে সঠিক শব্দ হবে Repute।
✦ Refute মানে হলো অস্বীকার করা বা খণ্ডন করা।
✦ আর Repute মানে হলো খ্যাতি বা সুনাম।
তাই সঠিকভাবে লিখতে হবে —
A scholar of repute
⇒ যার অর্থ হবে “খ্যাতিসম্পন্ন পণ্ডিত/বিদ্বান ব্যক্তি”।
অর্থাৎ, বাক্যের সঠিক রূপ দাঁড়াবে—
“রাজ্জাক সাহেব একজন খ্যাতিসম্পন্ন বিদ্বান ব্যাক্তি ছিলেন।”
এখানে of প্রিপোজিশন যুক্ত হওয়ায় অর্থ সম্পূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে।
0
Updated: 2 months ago
This could have worked if I ______ been more far-sighted.
Created: 2 months ago
A
had
B
have
C
might
D
would
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: This could have worked if I had been more far-sighted.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,
- এই বাক্যের প্রথম অংশে- could have + Past Perfect (worked) আছে।
- তাই If যুক্ত clause এ had + Verb এর past participle form হবে।
--------------------------
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.
0
Updated: 2 months ago