There is no alternative ____ training.
A
to
B
for
C
than
D
of
উত্তরের বিবরণ
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি

0
Updated: 1 month ago
Women are too often ______ by family commitments.
Created: 3 weeks ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 3 weeks ago
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
Created: 1 month ago
A
hyperbole
B
interrogation
C
command
D
wonder
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses - wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।
- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
- এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।
• উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি শাইলকের চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। শাইলক একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Hasan has read most of the ____ of Shakespeare.
Created: 4 days ago
A
poem
B
play
C
drama
D
works
‘Most of’ ব্যবহারের পর যে Noun বা Pronoun আসে তা সাধারণত plural হয়। এখানে শুধুমাত্র ‘works’ কে plurarl ধরা হয়েছে, বাকী শব্দগুলো singular। তাই শূন্যস্থানে সঠিক শব্দ হলো works।
-
Cambridge Dictionary অনুযায়ী ‘Most’ ব্যবহার করার উদাহরণ:
-
Most of the information was useful.
-
He’d made most of the desserts himself.
-
-
এগুলো থেকে বোঝা যায়, ‘most of the’ এর পরে uncountable noun অথবা plural noun আসে।
-
প্রশ্নে উল্লেখিত ‘poem’, ‘play’, ‘drama’ সবগুলো singular noun।
-
শেক্সপিয়ারের সমস্ত কাজ বোঝাতে শূন্যস্থানে plural শব্দ works ব্যবহার করা হবে।
Complete sentence: Hasan has read most of the works of Shakespeare.

0
Updated: 4 days ago