A
George Orwell
B
Stevenson
C
Swift
D
Mark Twain
উত্তরের বিবরণ
Animal Farm
-
Animal Farm বইটি লিখেছেন George Orwell।
-
এটি একটি রাজনৈতিক রূপক কাহিনি (political allegory), যা বিদ্রোহ ও ক্ষমতা নিয়ে লেখা হয়েছে।
-
অর্থাৎ, এই উপন্যাসটি রূপকধর্মী (allegorical) — যেখানে একটি গল্পের মাধ্যমে আরেকটি গভীর অর্থবোধক গল্প বলা হয়েছে।
-
এখানে খামারের পশুরা মালিককে তাড়িয়ে দেয় এবং নিজেরাই খামার চালাতে শুরু করে। এই গল্পের মাধ্যমে লেখক সার্বভৌম শাসন ব্যবস্থা (totalitarianism), আদর্শের বিপর্যয়, এবং ভাষার শক্তি নিয়ে আলোচনা করেছেন।
চরিত্রগুলো মূলত দুই দলে ভাগ করা যায়
মানুষ
-
Mr. Jones
-
Mr. Whymper
-
Mr. Pilkington
-
Mr. Frederick
পশু
-
Napoleon
-
Snowball
-
Old Major
-
Squealer
-
Boxer
-
Benjamin
-
Mollie
-
Clover
-
Moses
-
Muriel
লেখক
-
George Orwell আধুনিক যুগের একজন পরিচিত ইংরেজ লেখক।
-
তিনি একজন ঔপন্যাসিক (novelist), প্রবন্ধকার (essayist) এবং সমালোচক (critic)।
-
তাঁর আসল নাম ছিল Eric Arthur Blair।
-
তিনি বিশেষভাবে খ্যাতি পেয়েছেন তাঁর লেখা ‘Animal Farm’ ও ‘Nineteen Eighty-four’ উপন্যাসের জন্য।
তাঁর উল্লেখযোগ্য কিছু রচনা
-
Animal Farm
-
Nineteen Eighty-four
-
A Clergyman’s Daughter
-
Burmese Days
-
Coming Up for Air
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
A Hanging
তথ্যসূত্র: Britannica

0
Updated: 6 days ago