জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
A
পল-হেনরি স্পাক
B
ফয়সাল আল ইব্রাহীম
C
হারবার্ট ভের ইভাট
D
লুইস মাচাদো
উত্তরের বিবরণ
জাতিসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনে, যেখানে ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।
-
প্রধান অঙ্গ: সাধারণ পরিষদ হলো জাতিসংঘের অন্যতম প্রধান সংস্থা।
-
সদস্য দেশ: সব জাতিসংঘের সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। বর্তমানে ১৯৩টি দেশ সদস্য।
-
বার্ষিক অধিবেশন: সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর বসে, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সময় ও স্থান: সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অধিবেশন শুরু হয়।
-
আইনি ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯–২২ নং অনুচ্ছেদ) সাধারণ পরিষদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছে।

0
Updated: 10 hours ago
সনদ সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচিত হয় কোন দেশ?
Created: 1 day ago
A
এস্তোনিয়া
B
বেলারুশ
C
পোল্যান্ড
D
পর্তুগাল
জাতিসংঘ (United Nations Organization) হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়। এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী হিসেবে গড়ে উঠেছে।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫
-
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি
সানফ্রান্সিসকো সম্মেলন সংক্রান্ত তথ্য:
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত ছিল না।
-
পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর, ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে।
-
সনদে স্বাক্ষর করার মাধ্যমে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।

0
Updated: 1 day ago
বাংলাদেশ প্রথমবারের মতো যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন -
Created: 10 hours ago
A
UNEF
B
UNIKOM
C
UNSMIS
D
UNIIMOG
UNIIMOG (United Nations Iran-Iraq Military Observer Group) ছিল জাতিসংঘের একটি সামরিক পর্যবেক্ষক মিশন, যা ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য গঠিত হয়। এই মিশনের মাধ্যমে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া তদারকি করা হয়।
-
পূর্ণরূপ: United Nations Iran-Iraq Military Observer Group
-
প্রকৃতি: জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ
-
গঠনের বছর: ১৯৮৮
-
উদ্দেশ্য: ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সীমান্তে শান্তি পর্যবেক্ষণ
উল্লেখযোগ্যভাবে,
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়।
-
একই বছরে বাংলাদেশ দুটি অপারেশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG) মিশন।
-
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে, যা দেশের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের সূচনা চিহ্নিত করে।
অন্যদিকে,
-
UNEF (United Nations Emergency Force): সুয়েজ সংকট সমাধানের জন্য গঠিত হয়েছিল।
-
UNIKOM (United Nations Iraq-Kuwait Observation Mission): ইরাক ও কুয়েত সীমান্তে পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত মিশন।
-
UNSMIS (UN Supervision Mission in Syria): সিরিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধান মিশন।

0
Updated: 10 hours ago
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Created: 2 months ago
A
গিনি
B
ঘানা
C
সেনেগাল
D
মরক্কো
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।

0
Updated: 2 months ago