বিশ্বব্যাংক প্রতি বছর কোন প্রতিবেদন প্রকাশ করে?
A
Human Development Report
B
Global Competitiveness Report
C
World Development Report
D
Trade and Development Report
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক (World Bank) হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বেসিক অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান করে।
-
গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই
-
গঠনের স্থান: ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
স্বাক্ষরকারী দেশ: ২৯টি দেশ
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
বর্তমান সদস্যদেশ: ১৮৯টি
-
সর্বশেষ সদস্য: নাউরু (১২ এপ্রিল, ২০১৬)
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ
প্রকাশিত প্রতিবেদন:
-
বিশ্বব্যাংক প্রতি বছর World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে, যেখানে প্রতিটি দেশের মাথাপিছু আয় এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণ করা হয়।
-
এই প্রতিবেদন ১৯৭৮ সাল থেকে বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে।
অন্যান্য আন্তর্জাতিক প্রতিবেদন:
-
Global Competitiveness Report: World Economic Forum (WEF) প্রকাশ করে
-
Human Development Report: UNDP প্রকাশ করে
-
Trade and Development Report: UNCTAD প্রকাশ করে

0
Updated: 10 hours ago
বিশ্ব ব্যাংক গ্রুপ কয়টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে?
Created: 3 weeks ago
A
৫টি
B
৩টি
C
৮টি
D
১০টি
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা বৈশ্বিক দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৪ সালে, ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৯৭২ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা (সেপ্টেম্বর, ২০২৫)
-
মূল কার্যক্রম: বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান
-
বিশ্ব ব্যাংক গ্রুপের অংশ: পাঁচটি প্রতিষ্ঠান— IBRD, IDA, IFC, ICSID, MIGA
অতিরিক্তভাবে বলা যায়, বিশ্ব ব্যাংক গ্রুপ উন্নয়নশীল দেশগুলোর সরকার ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা করে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সহায়তা প্রদান করে।

0
Updated: 3 weeks ago
বিশ্ব ব্যাংক গ্রুপ কতটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে?
Created: 1 week ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
বিশ্ব ব্যাংক সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্ব ব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে।
-
প্রতিষ্ঠাকাল ও স্থান: ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে গঠিত
-
কার্যক্রম শুরু: ১৯৪৬
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
-
সদস্য সংখ্যা: ১৮৯টি রাষ্ট্র
-
বাংলাদেশের যোগদান: ১৯৭২
-
বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা (২ জুন ২০২৩ থেকে পরবর্তী ৫ বছর)
-
বার্ষিক প্রকাশনা: বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
-
বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানসমূহ:
-
আইবিআরডি (IBRD)
-
আইডিএ (IDA)
-
আইএফসি (IFC)
-
আইসিএসআইডি (ICSID)
-
মিগা (MIGA)
-

0
Updated: 1 week ago
নিচের কোনটি বিশ্বব্যাংকের 'Soft Loan Window' নামে পরিচিত?
Created: 3 weeks ago
A
MIGA
B
IDA
C
IMF
D
IFC
IDA (International Development Association) হলো একটি প্রতিষ্ঠান যা যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে, এবং এজন্য এটিকে Soft Loan Window বলা হয়।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬০
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৭৫টি দেশ
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সুরিনাম, অক্টোবর ২০২৪
-
সদস্য দেশগুলোর কার্যক্রম: বেসরকারি খাতের উন্নয়ন এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
-
বাংলাদেশের সদস্যপদ: ১৭ আগস্ট, ১৯৭২

0
Updated: 3 weeks ago