Which sentence is correct?
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
উত্তরের বিবরণ
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Each student and each teacher have submitted their documents.
B
Each student and each teacher has submitted his or her document.
C
Each student and each teacher has submitted their documents.
D
Each student and each teacher have submitted his document.
সঠিক উত্তর হলো খ) Each student and each teacher has submitted his or her document।
-
"Each student and each teacher"—এখানে "each" প্রতিটি noun-এর আগে ব্যবহার হওয়ায় subject singular হিসেবে গণ্য হবে।
-
Singular subject-এর জন্য verb হবে has, এবং possessive pronoun হবে his or her, কারণ student ও teacher উভয়ই পুরুষ বা নারী হতে পারে।
-
Their একটি plural pronoun, যা singular subject-এর জন্য formal English-এ ব্যবহার করা উচিত নয়।
-
তাই ব্যাকরণগতভাবে সঠিক, স্পষ্ট এবং gender-inclusive বাক্য হলো: "Each student and each teacher has submitted his or her document"। এটি subject-verb agreement এবং pronoun agreement উভয় ক্ষেত্রেই সঠিক।
Other options:
-
ক) Each student and each teacher have submitted their documents
-
ভুল, কারণ subject singular হওয়া সত্ত্বেও have (plural verb) এবং their (plural pronoun) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Each student and each teacher has submitted their documents
-
ভুল, কারণ their singular subject-এর সাথে formal grammar অনুযায়ী সঠিক নয়।
-
-
ঘ) Each student and each teacher have submitted his document
-
ভুল, কারণ have (plural verb) singular subject-এর সাথে ব্যবহার করা হয়েছে এবং his gender-exclusive।
-
0
Updated: 1 month ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 6 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started
0
Updated: 6 months ago