A
election office
B
a body of voters
C
many elections
D
candidates
উত্তরের বিবরণ
Electorate (noun)
English Meaning: All the people who have the right to vote / A group of people allowed to vote.
Bengali Meaning: ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত সব মানুষ; নির্বাচকমণ্ডলী।
Example Sentence: বর্তমান ভোটিং পদ্ধতি জনগণের ইচ্ছাকে ঠিকভাবে প্রকাশ করে না।
সঠিক উত্তর: ভোট দেওয়ার অধিকার আছে এমন একটি জনগোষ্ঠী।
অন্যান্য বিকল্প:
ক) election office – নির্বাচন অফিস
গ) many elections – অনেক নির্বাচন
ঘ) candidates – প্রার্থীরা
তথ্যসূত্র: Merriam-Webster Dictionar, Accessible Dictionary.

0
Updated: 6 days ago
'Prior to' means
Created: 1 week ago
A
after
B
before
C
immediately
D
during the period of
• 'Prior to' means before.
• Prior to
English Meaning: Before a particular time or event:
Bangla Meaning: পূর্ব, পৌর্বিক বা পূর্ববর্তী ইত্যাদি।
• Before
English meaning: At or during a time earlier than (the thing mentioned): in the past.
Bangla Meaning: আগে বা পূর্বে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- during the period of অর্থ কাল বা যুগের মধ্যে।
- immediately অর্থ তৎক্ষণাৎ; অবিলম্বে; অচিরে এবং
- after অর্থ পরে এবং
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 2 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 week ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 week ago