IMF-এর বর্তমান সদস্য দেশ -
A
১৮৯টি
B
১৯০টি
C
১৯১টি
D
১৯৩টি
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হলো একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা তদারকি এবং সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: The International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
বর্তমান সদস্যদেশ: ১৯১টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি — মার্কিন ডলার (USD), ব্রিটিশ পাউন্ড (GBP), জাপানি ইয়েন (JPY), ইউরো (EUR) এবং চীনা ইউয়ান (CNY)
উল্লেখযোগ্যভাবে, ২১ অক্টোবর, ২০২৪ সালে লিচেনস্টাইন IMF-এর ১৯১তম সদস্যদেশ হিসেবে যোগ দেয়, যার ফলে সংস্থাটির সদস্য সংখ্যা দাঁড়ায় ১৯১।

0
Updated: 10 hours ago
আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষার প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
Created: 1 week ago
A
ADB
B
IBRD
C
IMF
D
None
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো।
IMF-এর পূর্ণরূপ হলো International Monetary Fund।
এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামেও পরিচিত।
IMF-এর সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
আগস্ট ২০২৫ পর্যন্ত এর সদস্য সংখ্যা ১৯১টি।
সর্বশেষ সংযুক্ত সদস্য হলো লিচেনস্টাইন, যা আগস্ট ২০২৫ সালে যোগদান করেছে।
IMF-এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করা, সদস্য দেশগুলির স্বল্পমেয়াদী অর্থায়নের ভারসাম্য ঘাটতি পূরণ করা এবং ঋণগ্রহীতা দেশগুলিকে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।

0
Updated: 1 week ago
IMF (International Monetary Fund) is the result of -
Created: 1 month ago
A
Hawana Conference
B
Geneva Conference
C
Rome Conference
D
Brettonwood Conference
IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: International Monetary Fund
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
সদস্য সংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, ইউরো, চীনা ইউয়ান
Bretton Woods Conference
-
সময় ও স্থান: ১-২২ জুলাই, ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্য)
-
তাদেরকে IMF ও World Bank-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি প্রতিষ্ঠান গড়ার:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
২. আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (World Bank) -
এই এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান একত্রে পরিচিত Bretton Woods Institutions নামে
উৎস: U.S. Department of State।

0
Updated: 1 month ago
IMF-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 10 hours ago
A
নিউ ইয়র্ক
B
ওয়াশিংটন ডিসি
C
জেনেভা
D
ভার্জিনিয়া
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF (The International Monetary Fund) হলো একটি বৈশ্বিক আর্থিক সংস্থা, যা আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা জোরদারে কাজ করে।
-
পূর্ণরূপ: The International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
বর্তমান সদস্যসংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি—মার্কিন ডলার (USD), ব্রিটিশ পাউন্ড (GBP), জাপানি ইয়েন (JPY), ইউরো (EUR), এবং চীনা ইউয়ান (CNY)

0
Updated: 10 hours ago