There is no alternative ____ training.
A
to
B
for
C
than
D
of
উত্তরের বিবরণ
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি
0
Updated: 3 months ago
Question No. (65-69) are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. 65) Government has been entrusted ____ elected politicians.
Created: 3 months ago
A
with
B
for
C
to
D
at
Entrust শব্দের অর্থ হলো—কোনো দায়িত্ব বা বস্তু কাউকে দেওয়া, যাতে সে তা সঠিকভাবে পালন বা রক্ষণাবেক্ষণ করে।
Entrust Subject with Something (কারো উপর কোনো দায়িত্ব বা বস্তু অর্পণ করা):
-
অনেকেই কোম্পানির ওপর আস্থা রেখে তাদের অবসরকালীন সঞ্চয় অর্থ বিনিয়োগ করেছিলেন।
-
Be entrusted with something/somebody: আমি অর্থ দেখভালের দায়িত্বে নিযুক্ত ছিলাম।
Entrust Something to Subject (কোনো কিছু কাউকে অর্পণ করা):
-
সে একটি স্থানীয় আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে বন্ধক ব্যবস্থা করানোর দায়িত্ব অর্পণ করেছিল।
-
দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিলাম আয়োজনের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
আমরা এডিনবরার শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ীকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছি।
Entrusted with something: মানে হলো কোনো কিছুর দায়িত্ব পাওয়ায় তার প্রতি আস্থা স্থাপন করা হয়েছে।
-
Entrusted to someone: এখানে বোঝানো হয়, কোনো দায়িত্ব বা কাজ কাউকে অর্পণ করা হয়েছে—এক্ষেত্রে যেহেতু politicians একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তাই সঠিক হবে Entrusted to।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago
Fill in the blank with the correct phrase : ______ your shoes before entering the mosque.
Created: 3 months ago
A
put out
B
put off
C
put away
D
put on
সঠিক উত্তর: Put off
পূর্ণ বাক্য: "Put off your shoes before entering the mosque."
এখানে "Put off" মানে হলো জুতা খুলে ফেলা।
Put off
-
পোশাক বা জুতা খুলে ফেলা
-
ভয় বা সন্দেহ থেকে মুক্ত হওয়া
🔹 উদাহরণ: "Put off your shoes before entering the mosque."
(মসজিদে ঢোকার আগে জুতা খুলে ফেলো।)
অন্যান্য কিছু শব্দ এবং তাদের মানে
Put on / Put somebody on
-
কাউকে প্রতারিত করা বা ঠকানো
Put it on
-
নিজেকে কিছু বেশি দেখানো বা ভান করা
(যেমন: কোনো ব্যথা বা কষ্টকে বাড়িয়ে দেখানো।)
Put out (from)
-
নৌকা বা জাহাজ যখন বন্দর ছাড়ে বা যাত্রা শুরু করে
Put something out – এর বিভিন্ন মানে:
-
আগুন বা আলো নিভিয়ে দেওয়া
-
He put out the candle.
-
-
হাড় স্থানচ্যুত হওয়া বা করা
-
He fell and put his shoulder out.
-
-
সুদে টাকা দেওয়া
-
The money was put out at 10% interest.
-
-
উৎপাদন করা
-
The factory puts out 10,000 tons of sugar per year.
-
-
গণমাধ্যমে কিছু প্রচার করা
-
TV is putting out Eid programs.
-
-
ভেংচি কাটা
-
The boy put his tongue out.
-
Put somebody out – এর মানে:
-
হতাশ বা বিব্রত করা
-
Mrs Bushra is easily put out.
-
-
অসুবিধায় ফেলা
-
He was put out by the train delay.
-
Put somebody out (of)
-
কাউকে কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা
সূত্র: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
A person who writes about his own life writes ___.
Created: 3 months ago
A
A biography
B
A diary
C
A chronicle
D
An autobiography
Autobiography
-
English meaning: A person’s own story written by himself.
-
Bangla meaning: নিজ জীবনের গল্প নিজের লেখা। (আত্মজীবনী বা আত্মচরিত)
Biography
-
English meaning: Someone’s life story written by another person.
-
Bangla meaning: অন্য কেউ লিখেছে কারো জীবনের কাহিনী। (জীবনী)
Diary
-
English meaning: A book where someone writes what happens every day.
-
Bangla meaning: প্রতিদিনের ঘটনা লেখার বই। (দিনলিপি)
Chronicle
-
English meaning: A written account of events in the order they happened, especially historical.
-
Bangla meaning: ঘটনাগুলো সময়ক্রম অনুযায়ী লেখা। (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)
0
Updated: 3 months ago