A
10
B
20
C
18
D
30
উত্তরের বিবরণ

0
Updated: 10 hours ago
২০ + ২৩ + ২৬ + ২৯ + ............ধারাটির ৩৩ তম পদ কত?
Created: 1 month ago
A
১০৫
B
১১০
C
১১৬
D
১১৯
প্রশ্ন: ২০ + ২৩ + ২৬ + ২৯ + ............ধারাটির ৩৩ তম পদ কত?
সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ২০
সাধারণ অন্তর, d = (২৩ - ২০) = ৩
এবং পদসংখ্যা, n = ৩৩
∴ ধারাটির ৩৩ তম পদ = a + (n - ১)d
= ২০ + (৩৩ - ১) × ৩
= ২০ + (৩২ × ৩)
= ২০ + ৯৬
= ১১৬

0
Updated: 1 month ago
0.3 + 0.03 + 0.003 + ................. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
Created: 2 weeks ago
A
2/3
B
1/4
C
1/3
D
3/2
প্রশ্ন: 0.3 + 0.03 + 0.003 + ................. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 0.3 = 3/10
সাধারণ অনুপাত, r = 0.03/0.3
= 3/30
= 1/10
∴ গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি = a/(1 - r)
= (3/10)/{1 - (1/10}
= (3/10)/{(10 - 1)/10}
= (3/10)/(10/9)
= (3/10)/(9/10)
= 1/3

0
Updated: 2 weeks ago
0.1 + 0.01 + 0.001 +................ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল:
Created: 2 weeks ago
A
1/13
B
1/3
C
1/11
D
1/9
প্রশ্ন: 0.1 + 0.01 + 0.001 +................ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল:
সমাধান:
এখানে,
a = 0.1
r = 0.01/0.1 = 0.1 [0.1 < 1]
আমরা জানি,
অসীম পদের সমষ্টি S∞ = a/(1 - r)
= ০.1/(1 - 0.1)
= 1/9

0
Updated: 2 weeks ago