The word 'disinterested' means-
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
উত্তরের বিবরণ
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.

0
Updated: 1 month ago
PROLOGUE : NOVEL :: ?
Created: 3 days ago
A
Preamble: Statute
B
Sketch: Drawing
C
Movement: Symphony
D
Index: Book
একটি Prologue হলো কোনো সাহিত্যকর্মের প্রস্তাবনামূলক অংশ, যেমন নাটকের শুরুতে পঠিত কবিতা বা কাব্যের ভূমিকা। আর Novel মানে নতুন, অভিনব বা পূর্বে পরিচিত কিছুর থেকে ভিন্ন কোনো বিষয়। এদের মধ্যকার সম্পর্ক বোঝাতে দেওয়া বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত হলো Preamble : Statute, কারণ এটি একই ধরনের ভূমিকা এবং মূল লেখার আগে থাকা অংশকে নির্দেশ করে।
-
Prologue
-
Bangla Meaning: কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা
-
English Meaning: the preface or introduction to a literary work
-
-
Novel
-
Bangla Meaning: অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত
-
English Meaning: new and not resembling something formerly known or used
-
অন্য বিকল্পগুলো:
-
Preamble
-
Bangla Meaning: বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের প্রস্তাবনা
-
English Meaning: an introductory statement
-
-
Statute
-
Bangla Meaning: সংসদ কর্তৃক অনুমোদিত বিধিবদ্ধ আইন; সংবিধি
-
English Meaning: a law enacted by the legislative branch of a government
-
-
Sketch
-
Bangla Meaning: সংক্ষিপ্ত বিবরণ বা বর্ণনা; খসড়া, নকশা
-
English Meaning: a tentative draft (as for a literary work), to draw or paint a sketch
-
-
Drawing
-
Bangla Meaning: অঙ্কনবিদ্যা; রেখা টেনে ছবি আঁকা
-
English Meaning: an act or instance of drawing
-
-
Movement
-
Bangla Meaning: আন্দোলন, গতি, গতিময়তা
-
English Meaning: the act or process of moving, a series of organized activities working toward an objective
-
-
Symphony
-
Bangla Meaning: সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত
-
English Meaning: consonance of sounds
-
-
Index
-
Bangla Meaning: সূচক; গ্রন্থশেষে সন্নিবেশিত নাম, বিষয়বস্তু ইত্যাদির তালিকা
-
English Meaning: a list, usually alphabetical, of names or topics with references
-
-
Book
-
Bangla Meaning: বই; পুস্তক
-
English Meaning: a set of written, printed, or blank sheets bound together
-
সুতরাং, যেমন Prologue একটি Novel-এর ভূমিকা, তেমনি Preamble একটি Statute-এর প্রস্তাবনা। দুটোই মূল বিষয়বস্তুর আগে উদ্দেশ্য ও কাঠামো ব্যাখ্যা করে। তাই সঠিক উত্তর হলো ক) Preamble : Statute।

0
Updated: 3 days ago
What is the meaning of "Taciturn"?
Created: 2 weeks ago
A
Tending not to speak much
B
To escape and hide somewhere
C
A detailed plan or route of a trip
D
Extremely cowardly
Taciturn (adjective)
English Meaning: Tending not to speak much.
Bangla Meaning: অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।
Example Sentence:
He's a reserved, taciturn person.
Source:
Accessible Dictionary by Bangla Academy
Cambridge Dictionary
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago
At large means -
Created: 6 hours ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:

0
Updated: 6 hours ago