A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
উত্তরের বিবরণ
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.

0
Updated: 6 days ago
BROCHURE means
Created: 1 month ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Which of the following most accurately captures the meaning of "Subsume"?
Created: 12 hours ago
A
To compare two ideas without integrating them
B
To absorb or include something within a more comprehensive category
C
To exclude something from general consideration
D
To separate something into distinct categories
• The required answer is - To absorb or include something within a more comprehensive category
• Subsume (Verb)
English Meaning: To include something in a particular group and not consider it separately.
Bangla Meaning: কোনো নিয়মের অধীনে কিংবা বিশেষ কোনো শ্রেণির) অন্তর্ভুক্ত করা.
Example Sentences:
- The new theory attempts to subsume all previous models under a single framework.
- Her individual achievements were subsumed into the team’s overall success.
- The broader category of 'mammals' subsumes animals like cats, dogs, and whales.

0
Updated: 12 hours ago
What is the meaning of the word 'stanch'?
Created: 2 months ago
A
to reinforce
B
be weak
C
smooth out
D
put an end to
Stanch
English meaning: To stop something from happening, or to stop a liquid—especially blood—from flowing out.
Bangla meaning: কোনো কিছুর প্রবাহমান ধারা (বিশেষত রক্ত) থামানো বা রোধ করা।
• অপশনগুলোর অর্থ:
ক) Reinforce: অধিকতর জনবল বা রসদ দিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার বা ঘনত্ব বাড়ানো; দৃঢ়তর বা জোরদার করা।
খ) Weak: দুর্বল।
গ) Smooth out: কোনো পরিস্থিতি মসৃণ ও নির্বিঘ্ন করা।
ঘ) Put an end to: কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘stanch’ শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘put an end to’ এর অর্থের।
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 months ago