New programs will be ____ next week in Bangladesh Television.
A
telecast
B
published
C
telecasted
D
broadecasted
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: telecast
"Telecast" মানে হচ্ছে টেলিভিশনে কোনো অনুষ্ঠান প্রচার করা। এটি একটি verb (ক্রিয়া) এবং passive voice-এ বলা যায় "will be telecast", যেমন:
"New programs will be telecast next week."
অন্যান্য অপশনগুলো ভুল কেন:
-
Published: এটি মূলত বই, সংবাদপত্র বা ম্যাগাজিনের মতো ছাপা জিনিসের জন্য ব্যবহার হয়। টেলিভিশন অনুষ্ঠানের জন্য নয়।
-
Telecasted: এটি "telecast" শব্দের ভুল রূপ। "Telecast" নিজেই verb, এবং এর past form বা past participle "telecast"-ই থাকে।
-
Broadecasted: এটি "broadcast" শব্দের ভুল বানান। সঠিক বানান হচ্ছে "broadcast"। এই শব্দটি রেডিও বা টিভিতে কিছু প্রচারের সময় ব্যবহৃত হয়, তবে বাংলাদেশ টেলিভিশনের মতো ক্ষেত্রে "telecast" শব্দটি বেশি উপযুক্ত।
সঠিক বাক্য হবে:
"New programs will be telecast next week on Bangladesh Television."
0
Updated: 3 months ago
Women are too often ______ by family commitments.
Created: 2 months ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 2 months ago
Only those who are not serious to their success work by ____ and starts.
Created: 2 months ago
A
long odds
B
against time
C
every inch
D
fits
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fits.
- Complete Sentence: Only those who are not serious to their success work by fits and starts.
- Bangla Meaning: শুধুমাত্র তারাই, যারা তাদের সাফল্যের প্রতি সিরিয়াস নয়, খাপছাড়াভাবে কাজ করে।
• In / By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner/ Irregularly.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।
Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago
He had a _____ headache.
Created: 3 months ago
A
strong
B
acute
C
serious
D
bad
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি
0
Updated: 3 months ago