A
since
B
about
C
in
D
for
উত্তরের বিবরণ
প্রশ্নে সঠিক উত্তর হবে – for
• পূর্ণ বাক্যটি: Julia has been ill for three months.
অর্থাৎ: জুলিয়া তিন মাস ধরে অসুস্থ।
• এখানে for ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়, যেমন – তিন মাস, দুই বছর, কয়েকদিন ইত্যাদি।
উদাহরণ: He has been ill for three months.
(সে তিন মাস ধরে অসুস্থ।)
• কিন্তু since ব্যবহার হয় নির্দিষ্ট কোন সময় থেকে শুরু করে এখনও চলছে, যেমন – ২০১৬ সাল, গতকাল, সকাল ৮টা ইত্যাদি।
উদাহরণ: Fahima has lived in Dhaka since 2016.

0
Updated: 6 days ago
The ministers arrived ___ a decision last night.
Created: 1 week ago
A
to
B
at
C
on
D
by
শূন্যস্থান পূরণে সঠিক প্রিপজিশন হবে - at
-
পূর্ণ বাক্য: The ministers arrived at a decision last night.
• Arrive at something
ইংরেজি অর্থ: কোনো বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে বা একমতে পৌঁছানো।
বাংলা ব্যাখ্যা: (সিদ্ধান্ত, পরিমাণ, বয়স প্রভৃতি ক্ষেত্রে) কোনো নির্দিষ্ট জায়গায় বা অবস্থা পৌঁছানো বা উপনীত হওয়া।
উদাহরণ: আমরা বিষয়টি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তর্ক করেছি এবং শেষে একটি সিদ্ধান্তে উপনীত হলাম।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 week ago
He watched the boat ____ down the river.
Created: 5 days ago
A
to float
B
floating
C
was floating
D
had floated
Watch শব্দটির পর কোন ধরণের verb বসবে, তা বুঝতে হলে কিছু নিয়ম জানা দরকার।
-
Collins Dictionary ও Longman Dictionary অনুযায়ী, watch এর পর verb-এর base form (মূল verb) অথবা verb+ing (continuous form) – দুই ধরনের verb-ই বসতে পারে।
-
তবে মনে রাখতে হবে, একটি সাধারণ/simple বাক্যে দুটি main verb একসাথে বসানো যায় না।
এজন্য, দ্বিতীয় verb-টি ব্যবহার করতে হলে তাতে -ing যোগ করতে হয়।
🔸 উদাহরণস্বরূপ:
He watched the boat floating down the river.
এখানে floating সঠিক, কারণ এটি second verb হিসেবে ব্যবহার হয়েছে এবং -ing যুক্ত।
Collins Dictionary অনুযায়ী:
Watch মানে হলো: কাউকে বা কিছু একটা মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখা বা পর্যবেক্ষণ করা।
-
The man was standing in his doorway watching him.
-
He watched the waiter prepare the coffee he had ordered.
-
Chris watched him sipping his brandy.
-
I watched as Amy ate a few nuts.
Longman Dictionary অনুযায়ী:
watch somebody/something do/doing something
-
I watched him go, then went home.
-
Ruth could not bear to watch her parents arguing.
তাই, এসব উদাহরণ থেকে বোঝা যায়, watch এর পরে verb-এর base form বা verb+ing – উভয়ই সঠিক হতে পারে।
যেটা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক হয়, সেটাই বেছে নিতে হয়।

0
Updated: 5 days ago
'light' is to 'dark' as 'cold' is to-
Created: 6 days ago
A
hot
B
heat
C
cool
D
winter
• Light:
Meaning: আলোকবিশিষ্ট; উজ্জ্বল
• Dark:
Meaning: অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
• Cold:
Meaning: ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
Options,
ক) Hot:
Meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
খ) Heat:
Meaning: তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম।
গ) Cool:
Meaning: ঈষৎ ঠাণ্ডা।
ঘ) Winter:
Meaning: শীতকাল।
অপশন বেচনা করে দেখা যায়, 'light' is to 'dark' as 'cold' is to - hot.
The relationship is one of opposites, just as "light" is the opposite of "dark," "cold" is the opposite of "hot."

0
Updated: 6 days ago