When they had their first child, they put ____ a large sum for his education.
A
aside
B
beside
C
outside
D
under
উত্তরের বিবরণ
Put something aside (phrasal verb):
English Meaning: To keep or save something (like money or time) for later use, especially for something important.
Bangla Meaning: আলাদা করে রাখা; ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা।
উদাহরণ বাক্য:
তাদের প্রথম সন্তান জন্মানোর পর, তারা তার পড়াশোনার জন্য অনেক টাকা আলাদা করে রাখে।
👉 অন্য কোন অর্থ এখানে প্রযোজ্য নয়।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
The children were entrusted ____ the care of their uncle.
Created: 2 months ago
A
with
B
for
C
to
D
at
Entrust মানে হলো কাউকে কোনো দায়িত্ব বা কাজ দেওয়া, যার জন্য সে দায়বদ্ধ থাকবে।
Entrust এর বিভিন্ন কাঠামো এবং ব্যবহার
১. Entrust Subject with Something (কাজ/বস্তু)
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কিছু দায়িত্ব বা কাজ দেয়া হয়।
-
উদাহরণ: অনেকেই তাদের সঞ্চিত অর্থ কোম্পানিকে বিশ্রামের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন।
-
Another example: আমাকে টাকা দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছিল।
২. Entrust Something to Subject (ব্যক্তি/প্রতিষ্ঠান)
কোনো কাজ বা দায়িত্ব কাউকে হস্তান্তর করা।
-
উদাহরণ: তিনি একটি ঋণের বন্দোবস্ত স্থানীয় আর্থিক পরামর্শদাতাদের হাতে দিয়েছেন।
-
আরেকটি উদাহরণ: সরকারকে নির্বাচিত রাজনীতিবিদদের উপর দায়িত্ব দেয়া হয়েছে।
৩. Entrust Subject to do Something (কোনো কাজ সম্পাদনের জন্য কাউকে দায়িত্ব দেয়া)
-
উদাহরণ: আমরা এডিনব্রাগের প্রধান ব্যবসায়ীদের একটি বোর্ডকে সংগঠনের কার্যাবলি পরিচালনার দায়িত্ব দিয়েছি।
লক্ষ্যণীয় বিষয়
-
কাউকে (somebody) দায়ভার দেয়ার সময় সাধারণত "entrusted to" ব্যবহৃত হয়।
-
কোনো কাজ বা বস্তু (something) হস্তান্তর করার ক্ষেত্রে "entrusted with" ব্যবহৃত হয়।
-
উপরের উদাহরণগুলো Passive voice-এ, যেমন: "He was entrusted to..."।
সম্পূর্ণ বাক্যের উদাহরণ:
The children were entrusted to the care of their uncle.
(বাচ্চাদের তাদের চাচার যত্নের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল।)
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 2 months ago
Stockings are _____ socks.
Created: 1 month ago
A
long
B
small
C
big
D
short
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
Wordsworth introduced the readers ______ a new kind of poetry.
Created: 1 month ago
A
with
B
at
C
to
D
by
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Wordsworth introduced the readers to a new kind of poetry.
- Bangla Meaning: ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
• Introduce into/to
English meaning: To help someone experience something for the first time:
Bangla Meaning: (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা।
- যেমন: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago