The word 'disinterested' means-
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
উত্তরের বিবরণ
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.
0
Updated: 3 months ago
What is the English meaning of the noun "itinerary"?
Created: 2 months ago
A
A disorganized travel experience
B
A speech given to a large audience
C
A detailed plan or route of a journey
D
A sudden and unplanned decision
Word: Itinerary
-
English Meaning: A detailed plan or route of a journey.
-
Bangla Meaning: ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ
Synonyms:
-
Schedule – বিশেষত বিভিন্ন কাজের বিস্তারিত সময়সূচি; সময়তালিকা; তফসিল; অনুসূচি
-
Agenda – আলোচ্যসূচি
-
Route – পথ; যাত্রাপথ
Antonyms:
-
Spontaneity – স্বতঃস্ফূর্ত; আকস্মিকতা
-
Improvisation – প্রত্যুৎপন্নমতিত্ব; উদ্ভাবনা
-
Disorganization – অগ্রগতি বিঘ্নিত হওয়া; বিশৃঙ্খলা
Other Options:
-
ক) A disorganized travel experience – বিশৃঙ্খল ভ্রমণ অভিজ্ঞতা
-
খ) A speech given to a large audience – বড় দর্শকের সামনে ভাষণ
-
ঘ) A sudden and unplanned decision – আকস্মিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত
Example Sentences:
-
Before leaving for Europe, she shared her travel itinerary with her friends.
-
The tour guide handed out printed itineraries to all the tourists.
Correct Answer: A detailed plan or route of a journey
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
What is the meaning of the proverb 'A man is known by the company he keeps'?
Created: 1 month ago
A
এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা।
B
সঙ্গ দেখে লোক চেনা যায়।
C
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
D
স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না
সঠিক উত্তর হলো সঙ্গ দেখে লোক চেনা যায়।
A man is known by the company he keeps একটি Proverb। এটি বোঝায় যে একজন ব্যক্তির প্রকৃত চরিত্র বা স্বভাব তার সঙ্গে যে সঙ্গী বা বন্ধু রাখে তা দেখে জানা যায়।
-
বাংলা অর্থ: সঙ্গ দেখে লোক চেনা যায়
অন্য প্রবাদগুলো:
-
A penny saved is a penny earned
-
বাংলা অর্থ: এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা
-
-
A pet lamb makes a cross ram
-
বাংলা অর্থ: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ
-
-
A rolling stone gathers no moss
-
বাংলা অর্থ: স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না / চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না
-
0
Updated: 1 month ago
Select the word that is closest in meaning to "Perfunctory":
Created: 1 month ago
A
Thorough
B
Cursory
C
Detailed
D
Meticulous
সঠিক উত্তর হলো খ) Cursory।
Perfunctory
-
বাংলা অর্থ: অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ।
-
English Meaning: characterized by routine or superficiality; mechanical।
Cursory
-
বাংলা অর্থ: তড়িঘড়িতে করা কাজ; দায়সারা গোছের কাজ।
-
English Meaning: rapidly and often superficially performed or produced; hasty।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) Thorough — বাংলা: সর্বতোভাবে, সম্পূর্ণ, আনুপুঙ্খিক; English: carried through to completion; exhaustive।
-
গ) Detailed — বাংলা: বিচ্ছিন্ন বা বিভক্ত; English: marked by abundant detail or thoroughness in treating small items or parts।
-
ঘ) Meticulous — বাংলা: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল, সতর্ক ও যথাযথ; English: marked by extreme or excessive care in the consideration or treatment of details।
অর্থাৎ, Perfunctory শব্দটির সমার্থক শব্দ হলো Cursory, যা তাড়াহুড়া বা দায়সারাভাবে সম্পাদিত কাজ বোঝায়।
0
Updated: 1 month ago