A
aside
B
beside
C
outside
D
under
উত্তরের বিবরণ
Put something aside (phrasal verb):
English Meaning: To keep or save something (like money or time) for later use, especially for something important.
Bangla Meaning: আলাদা করে রাখা; ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা।
উদাহরণ বাক্য:
তাদের প্রথম সন্তান জন্মানোর পর, তারা তার পড়াশোনার জন্য অনেক টাকা আলাদা করে রাখে।
👉 অন্য কোন অর্থ এখানে প্রযোজ্য নয়।
Source: Cambridge Dictionary

0
Updated: 6 days ago
He intends to ___ in the country for two months.
Created: 1 week ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 day ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 day ago
Choose the correct meaning of the following words Gullible
Created: 1 week ago
A
foolish
B
willing to believe anything or anyone
C
simple
D
easily deceived
Gullible (Adjective)
English Meaning:
Someone who is easily fooled or misled due to their trusting nature.
Bangla Meaning:
সহজে ঠকানো বা ধোঁকা দেওয়া যায় এমন ব্যক্তি; বিশ্বাসপ্রবণ।
Synonyms (সমার্থক শব্দ)
-
Credulous (সরল বিশ্বাসী)
-
Impressionable (সহজে প্রভাবিত হয় এমন)
-
Naïve (অভিজ্ঞতাহীন, সাদাসিধা)
-
Unwary (সতর্কতার অভাবে প্রতারিত হওয়া সম্ভাব্য)
-
Credible (যাকে সহজে বিশ্বাস করা যায়)
Antonyms (বিপরীত শব্দ)
-
Cynical (কোনো কিছুর প্রতি অবিশ্বাসী, সন্দেহপ্রবণ)
-
Suspicious (সন্দেহজনক বা সন্দেহপ্রবণ)
-
Taunting (বিদ্রূপমূলক)
-
Fishy (সন্দেহজনক)
-
Mistrustful (আস্থাহীন বা সন্দিগ্ধ)
Other Forms
-
Gullibility (noun) — বিশ্বাসপ্রবণতা, সহজে প্রতারিত হওয়ার মানসিকতা
-
Gull (verb) — প্রতারণা করা, ধোঁকা দেওয়া
-
Gull (noun) — একধরনের সামুদ্রিক পাখি, যেমন: শঙ্খচিল
-
Gullibly (adverb) — সরলভাবে বা অতিরিক্ত বিশ্বাস করে
Example Sentences
-
So many gullible individuals tend to accept everything they find on the internet without questioning it.
-
Back then, she was too gullible and blindly in love.

0
Updated: 1 week ago