সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছদে?
A
৯২ (১) নং
B
৯৩ নং
C
৯৪ (১) নং
D
৯৮ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধান এবং দেশের সাধারণ আইনের অধীনে কাজ করে এবং এটি দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুসারে,
সুপ্রীম কোর্ট দুটি ভাগে বিভক্ত—আপীল বিভাগ (Appellate Division) এবং হাইকোর্ট বিভাগ (High Court Division)। প্রতিটি বিভাগের নিজস্ব এখতিয়ার (jurisdiction) রয়েছে, যা সংবিধান ও সাধারণ আইন দ্বারা নির্ধারিত। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
-
সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।
-
নাগরিকদের মৌলিক অধিকার (fundamental rights) সংরক্ষণের ক্ষেত্রে, সংসদ কর্তৃক আরোপিত যেকোনো বাঁধা বা বিধিনিষেধ যুক্তিসঙ্গত (reasonable) কি না, তা নির্ধারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
-
এই এখতিয়ার সংবিধান ও সাধারণ আইন—দুইয়ের মিশ্রণ থেকে আসে।

0
Updated: 12 hours ago
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
Created: 2 months ago
A
১০ নং অনুচ্ছেদে
B
২১ (২) নং অনুচ্ছেদে
C
২৭ নং অনুচ্ছেদে
D
২৮ (২) নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে।
অনুচ্ছেদ ২৮-এ স্পষ্টভাবে বলা হয়েছে:
-
২৮(১): কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানকে কেন্দ্র করে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র পক্ষপাত বা বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
-
২৮(২): দেশের রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে।
-
২৮(৩): উপরের উল্লেখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো নাগরিককে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কিংবা বিনোদন ও বিশ্রামের স্থান ব্যবহারে বাধা দেওয়া যাবে না।
-
২৮(৪): নারী ও শিশুদের কল্যাণ অথবা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বিশেষ আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
এছাড়াও আরও কিছু অনুচ্ছেদে নাগরিক অধিকার ও সমতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে:
-
অনুচ্ছেদ ১০: এখানে সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
-
অনুচ্ছেদ ২৭: প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান মর্যাদা এবং সুরক্ষার অধিকার রাখেন।
-
অনুচ্ছেদ ২১(২): প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব হলো সর্বদা জনগণের সেবা করা।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান

0
Updated: 2 months ago