নিম্নের কোন চুক্তির ফলশ্রুতিতে 'আন্তর্জাতিক শ্রম সংস্থা' প্রতিষ্ঠা লাভ করে?
A
লন্ডন চুক্তি
B
ভার্সাই চুক্তি
C
জেনেভা চুক্তি
D
প্যারিস চুক্তি
উত্তরের বিবরণ
ILO (International Labour Organization) এর বিষয়টি শ্রম, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক শ্রম নীতির সাথে সম্পর্কিত। এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির পর প্রতিষ্ঠিত হয়,
যা বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নের জন্য তৈরি হয়েছিল। পরবর্তীতে, ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
-
Full form: International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯, ভার্সাই চুক্তির পর
-
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি: ১৪ ডিসেম্বর ১৯৪৬
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৭ দেশ
-
বাংলাদেশের সদস্যপদ: ২২ জুন ১৯৭২
-
নোবেল শান্তি পুরস্কার: ১৯৬৯ সালে ILO এই পুরস্কার লাভ করে

0
Updated: 12 hours ago
START চুক্তি মূলত কোন ধরণের অস্ত্র হ্রাসের জন্য গৃহীত হয়েছিল?
Created: 3 days ago
A
জৈব অস্ত্র
B
রাসায়নিক অস্ত্র
C
পারমাণবিক কৌশলগত অস্ত্র
D
ভূমি মাইন
START চুক্তি (Strategic Arms Reduction Treaty)
-
উদ্দেশ্য: কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস ও যুদ্ধের ঝুঁকি কমানো
-
স্বাক্ষরকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
প্রধান পর্যায়:
-
START-I – ৩১ জুলাই ১৯৯১
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরমাণু আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত
-
চুক্তি ২০০৯ সালে শেষ
-
-
START-II – ৩ জানুয়ারি ১৯৯৩
-
START-I-এর পরে আরো কঠোর পদক্ষেপ
-
কার্যকর হয়নি, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়
-
উল্লেখযোগ্য:
-
New START চুক্তি (২০১০) বর্তমানে কার্যকর, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আধুনিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের সংস্করণ।

0
Updated: 3 days ago
OSCE (Organization for Security and Cooperation in Europe)-এর সূচনা হয় কোন চুক্তির মাধ্যমে?
Created: 3 days ago
A
হেলসিঙ্কি চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ব্রাসেলস চুক্তি
D
বুদাপেস্ট চুক্তি
OSCE
-
পূর্ণরূপ: The Organisation for Security and Co-Operation in Europe
-
প্রকার: ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন
-
সদস্য দেশ: ৫৭টি
-
প্রতিষ্ঠা: ১৯৭৫ (হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাসচিব: ফেরিদুন এইচ. সিনিরলিওগলু (তুরস্ক)
বিশেষ তথ্য:
-
১৯৭০-এর দশকে ডিটেনটে পর্ব চলাকালীন, পূর্ব ও পশ্চিমের মধ্যে সংলাপের জন্য Conference on Security and Cooperation in Europe (CSCE) প্রতিষ্ঠিত হয়।
-
১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তি CSCE-কে বহুপাক্ষিক ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত করে, যা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক প্রতিশ্রুতি প্রদান করেছিল।
-
১৯৯০ সালের প্যারিস শীর্ষ সম্মেলন CSCE-কে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে।
-
১৯৯৪ সালের বুদাপেস্ট শীর্ষ সম্মেলন-এ CSCE-এর নাম পরিবর্তন করে OSCE রাখা হয়।

0
Updated: 3 days ago
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
Created: 4 months ago
A
AFTA
B
APTA
C
SAPTA
D
SAFTA
AFTA (ASEAN Free Trade Area)
AFTA বা আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা হলো আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এটি আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠন করা হয়।
মূল তথ্যসমূহ:
-
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ২৮ জানুয়ারি, চতুর্থ আসিয়ান সামিটে।
-
এই চুক্তি কার্যকর হয় ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে।
-
বর্তমানে AFTA এর সদস্য সংখ্যা ১০টি, যেগুলো হলো:
-
মালয়েশিয়া
-
ইন্দোনেশিয়া
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ভিয়েতনাম
-
কম্বোডিয়া
-
লাওস
-
থাইল্যান্ড
-
ব্রুনাই
-
মায়ানমার
-
AFTA এর মাধ্যমে এসব দেশ নিজেদের মধ্যে শুল্কহার হ্রাস ও বাণিজ্য অক্ষমতা দূর করে মুক্ত বাণিজ্য পরিবেশ সৃষ্টি করছে।
উৎস: আসিয়ান ওয়েবসাইট

0
Updated: 4 months ago