স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
A
হেনরি ডুন্যান্ট
B
নেলসন ম্যান্ডেলা
C
মেলভিন জোন্স
D
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তরের বিবরণ
স্কাউট আন্দোলন (Scout Movement) হলো একটি বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন, যা তরুণদের চরিত্র, নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্ববোধ গঠন করার দিকে মনোযোগ দেয়। এটি যুবকদের শারীরিক, মানসিক, নৈতিক এবং সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯০৭
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
• মূল উদ্দেশ্য:
-
তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
-
মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
-
মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা এবং চরিত্রগঠন

0
Updated: 12 hours ago
নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্' বিরোধের একটি পক্ষ?
Created: 2 weeks ago
A
লেবানন
B
জর্ডান
C
সিরিয়া
D
সৌদি আরব
গোলান মালভূমি সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পাথুরে এলাকা, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দীর্ঘকালীন বিরোধের কেন্দ্রবিন্দু।
এই মালভূমি রাজনৈতিক, সামরিক ও কৌশলগত কারণে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এর নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলতে থাকে।
-
অবস্থান ও আয়তন: গোলান মালভূমি প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এবং এর উত্তরে লেবানন, দক্ষিণে জর্ডান অবস্থিত।
-
বাফার জোন: সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এটি একটি সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল (বাফার জোন) হিসেবে বিবেচিত।
-
ঐতিহাসিক দখল: ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার হামলার পর ইসরায়েল ১২০০ বর্গকিলোমিটার (৪৬০ বর্গমাইল) গোলান দখল করে।
-
১৯৭৩ যুদ্ধ: ইয়োম কিপুর যুদ্ধের সময় সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়।
-
অস্ত্রবিরতি ও জাতিসংঘের উপস্থিতি: ১৯৭৪ সালে অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী ৮০ কিলোমিটার লম্বালম্বি এলাকা উভয় পক্ষকে ছেড়ে দিতে হয়। এই এলাকায় জাতিসংঘের ডিজএনগেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করা হয়।
-
ইসরায়েলের ঘোষণা: ১৯৮১ সালে ইসরায়েল ঘোষণা করে গোলান মালভূমি তাদের অংশ।
-
আন্তর্জাতিক স্বীকৃতি: আন্তর্জাতিকভাবে কখনোই এই দখলকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি স্বীকৃতি দেন।
-
যুদ্ধবিরতি রেখা: গোলান মালভূমিতে ‘পার্পল লাইন’ নামে পরিচিত একটি যুদ্ধবিরতি রেখা রয়েছে।

0
Updated: 2 weeks ago
নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
Created: 3 weeks ago
A
ভারত-নেপাল
B
ভারত-পাকিস্তান
C
ভারত-চীন
D
ভারত-ভুটান
নাথু লা পাস ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যা তিব্বত ও সিকিমের সীমান্তে রয়েছে। এটি চীনের প্রাচীন সিল্ক রোডের অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উঁচুতে অবস্থান করছে।
বর্তমানে নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
-
নাথু লা পাস ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত।
-
এটি চীন ও ভারতের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহাসিক গিরিপথ।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ১৪,৪৫০ ফুট।
-
চীনের প্রাচীন সিল্ক রোডের একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
-
বর্তমানে এটি চীন-ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত প্রধান রুট।

0
Updated: 3 weeks ago
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
Created: 1 month ago
A
NATO
B
SALT
C
NPT
D
CTBT
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও সামরিক জোট
1. SALT (Strategic Arms Limitation Talks)
-
উদ্দেশ্য: কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
-
শুরু: ১৯৬৯ সালে, হেলসিংকিতে।
-
পক্ষ: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
-
চুক্তি:
-
SALT-I: ২৬ মে ১৯৭২
-
SALT-II: ১৮ জুন ১৯৭৯
-
-
গুরুত্বপূর্ণ শর্ত: পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ‘ফ্রিজ’ করা, কোনো পক্ষ সংখ্যা বাড়াতে পারবে না।
-
অনুপ্রেরণা: Anti-Ballistic Missile Treaty।
2. NPT (Nuclear Non-Proliferation Treaty)
-
উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ।
-
স্বাক্ষরিত: ১ জুলাই ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
পারমাণবিক শক্তিধর দেশ: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।
3. CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty)
-
উদ্দেশ্য: সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা।
-
গ্রহণ: জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ সেপ্টেম্বর ১৯৯৬
-
স্বাক্ষরিত: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
4. NATO (North Atlantic Treaty Organisation)
-
স্বরূপ: উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে তৈরি একটি সামরিক জোট।
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠিত: ৪ এপ্রিল ১৯৪৯
-
সদস্য:
-
প্রতিষ্ঠাতা: ১২টি
-
বর্তমান: ৩২টি (সর্বশেষ: সুইডেন)
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক
উল্লেখযোগ্য:
-
SALT, NPT, CTBT পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত।
-
NATO পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নয়; এটি একটি সামরিক জোট।
উৎস: Arms Control Association, NATO অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago