Julia has been ill ____ three months.
A
since
B
about
C
in
D
for
উত্তরের বিবরণ
প্রশ্নে সঠিক উত্তর হবে – for
• পূর্ণ বাক্যটি: Julia has been ill for three months.
অর্থাৎ: জুলিয়া তিন মাস ধরে অসুস্থ।
• এখানে for ব্যবহার করা হয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়, যেমন – তিন মাস, দুই বছর, কয়েকদিন ইত্যাদি।
উদাহরণ: He has been ill for three months.
(সে তিন মাস ধরে অসুস্থ।)
• কিন্তু since ব্যবহার হয় নির্দিষ্ট কোন সময় থেকে শুরু করে এখনও চলছে, যেমন – ২০১৬ সাল, গতকাল, সকাল ৮টা ইত্যাদি।
উদাহরণ: Fahima has lived in Dhaka since 2016.
0
Updated: 3 months ago
Use the appropriate article- I saw ____ one-eyed man when I was walking on the road.
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
no article is needed
"a" বা "an" ব্যবহারের নিয়ম
উদাহরণ বাক্য:
I saw a one-eyed man when I was walking on the road.
নিয়ম:
-
ইংরেজিতে ‘a’ এবং ‘an’ হল indefinite article।
-
সাধারণত, vowel (a, e, i, o, u) দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘an’, এবং consonant দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘a’ বসে।
-
কিন্তু লক্ষ্যণীয়: article নির্ধারণ হয় শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ অনুযায়ী, না যে অক্ষরটি লিখিত আছে তার ভিত্তিতে।
বিশেষ নিয়ম:
-
যদি শব্দটি “O” দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ‘ওয়া’ (wa) এর মতো হয়, তখন ‘a’ ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
a one-eyed man
-
a one-taka note
-
a one-room house
-
অর্থাৎ: মূল বিষয় হলো শব্দের ধ্বনির উপর নির্ভর করে article নির্বাচন।
অতিরিক্ত উদাহরণ:
-
The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
-
Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.
0
Updated: 2 months ago
I have not heard from him _______.
Created: 3 months ago
A
long since
B
for a long time
C
since long
D
for long
🔹 প্রশ্নে “for a long time” এবং “for long” — দুটি উত্তরই সঠিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
🔹 কারণ ব্যাখ্যা:
-
“for long” সাধারণত নেতিবাচক বাক্যে (negative sentence) ব্যবহার হয়।
-
“for a long time” ব্যবহার করা যায় উভয় ক্ষেত্রেই — ইতিবাচক ও নেতিবাচক বাক্যে।
🔹 উদাহরণ:
-
I have not heard from him for a long time.
-
I have not heard from him for long.
বাংলায় অর্থ: আমি অনেক দিন ধরে তার কোনো খোঁজ পাইনি।
0
Updated: 3 months ago
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
Created: 3 months ago
A
show surprise or disapproval
B
show agreement
C
show happiness
D
show indifference
অভিব্যক্তি: Raise your eyebrows
ইংরেজি অর্থ: চোখের ভ্রু উঁচু করে অবাক হওয়া প্রকাশ করা।
বাংলা অর্থ: বিস্ময় প্রকাশ করা বা চোখ কপালে ওঠা।
অপশনসমূহ:
-
Show agreement: সম্মতি প্রকাশ করা।
-
Show happiness: আনন্দ প্রকাশ করা।
-
Show indifference: উদাসীনতা প্রদর্শন করা।
-
Show surprise or disapproval: বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা।
অপশনগুলো যাচাই করলে বোঝা যায়, এখানে সঠিক অর্থ হবে — বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা (Show surprise or disapproval)।
0
Updated: 3 months ago