Only after I ____ home, did I remember my doctor's appointment.
A
going
B
go
C
went
D
gone
উত্তরের বিবরণ
✅ "Only after", "Only if", "Only in this way" ইত্যাদি বাক্যের শুরুতে বসলে—
এরপরের বাক্যে (Clause-2) Auxiliary verb (সহকারি ক্রিয়া) Subject-এর আগে বসে।
এই নিয়মকে বলা হয় Inversion (উল্টানো বাক্যগঠন)।
উদাহরণ দিয়ে সহজভাবে বোঝাই
-
সাধারণভাবে বললে:
➤ You could play only after lunch.
➤ I would accept this position only if everybody agreed. -
কিন্তু "Only after" বা "Only if" বাক্যের শুরুতে এলে বাক্য হবে:
✅ Only after lunch could you play.
✅ Only if everybody agreed would I accept this position.
এখানে দেখা যাচ্ছে, "could" ও "would" Subject ("you", "I") এর আগে চলে এসেছে।
Past tense + After → বিশেষ নিয়ম
যদি বাক্যে Past tense থাকে এবং After ব্যবহার হয়, তখন সাধারণভাবে "after"-এর পরে Past Perfect ব্যবহার হয়। যেমন:
➤ After I had gone home, I remembered my doctor’s appointment.
কিন্তু যদি "Only after" বাক্যের শুরুতে বসে, তখন Past Indefinite ব্যবহার করলেই হয়:
✅ Only after I went home did I remember my doctor’s appointment.
এখানে "did I remember" এই অংশটি Inversion-এর উদাহরণ।
যখন "Only after", "Only if", ইত্যাদি দিয়ে বাক্য শুরু হয়, তখন পরের অংশে Auxiliary verb (did, could, would) Subject-এর আগে বসে। আর Past tense থাকলে "Only after" এর পরে Past Indefinite হলেই চলে।
উদাহরণগুলো আবার দেখে নেই:
-
✅ Only after lunch could you play.
-
✅ Only if everybody agreed would I accept this position.
-
✅ Only after I went home did I remember my doctor’s appointment.
0
Updated: 3 months ago
I thought that ___ was the last one
Created: 3 months ago
A
. the most prettiest of all
B
prettiest one of all
C
the prettiest one from all
D
the prettiest one of all
শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে – the prettiest one of all.
সম্পূর্ণ বাক্যটি হবে:
"I thought that the prettiest one of all was the last one."
এখানে ‘pretty’ একটি adjective যার comparative form হলো prettier এবং superlative form হলো prettiest। এই নিয়ম অনুসারেই এখানে superlative degree ব্যবহার করা হয়েছে।
🔹 দ্বৈত superlative ব্যবহার একেবারেই ভুল। যেমন: most prettiest বলাটা grammatically incorrect, কারণ prettiest নিজেই superlative, আবার তার আগে most বসালে তা অপ্রয়োজনীয় ও ভুল হয়।
🔹 Superlative degree ব্যবহারের সময় সাধারণত এর পূর্বে the বসে। তাই যদি কেউ the বাদ দিয়ে শুধু prettiest ব্যবহার করে, যেমন: “prettiest one”, তাহলে সেটি অসম্পূর্ণ ও ভুল হতে পারে।
🔹 এছাড়া superlative ব্যবহারের সময় যাদের মধ্যে তুলনা হচ্ছে, তাদের পরিচয় করিয়ে দিতে সাধারণত of ব্যবহৃত হয়। যেমন: the prettiest one of all, যেখানে of all পুরো গোষ্ঠীর কথা বোঝায়। কিন্তু কেউ যদি from ব্যবহার করে, যেমন: “the prettiest one from all”, তাহলে grammatical ভুল হয়।
0
Updated: 3 months ago
My uncle arrived while I _____ the dinner.
Created: 3 months ago
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।
0
Updated: 3 months ago
The teacher will check the copies after the students _____ writing.
Created: 2 months ago
A
have finished
B
finishes
C
finished
D
will finish
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago