নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
A
কক্সবাজার
B
কুড়িগ্রাম
C
বান্দরবান
D
রাঙ্গামাটি
উত্তরের বিবরণ
ওরাওঁরা বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা মূলত বরেন্দ্র অঞ্চলে বসবাস করে। নৃবিজ্ঞান ও ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, তারা অস্ট্রিক ও দ্রাবিড় জাতিগত ও ভাষাগত সূত্রের সঙ্গে সম্পর্কিত।
তাদের ইতিহাসে উল্লেখযোগ্য যে, মুঘল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে তারা সেখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। বর্তমানে ওরাওঁরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে,
যেমন কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
-
ধর্ম ও আচার-আচরণ: ওরাওঁরা জড়োপাসক। তারা তাদের ভগবানকে ধরমী, ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’ নামে জানে।
-
তারা তাদের সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখতে পূজা করে এবং বিশেষ উৎসব ‘ডানডাকাঁটা’ আয়োজন করে।
-
ভাষা: ওরাওঁদের মাতৃভাষা কুরুক।

0
Updated: 13 hours ago
বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় প্রধানত কোন ধর্মাবলম্বী?
Created: 1 week ago
A
হিন্দু
B
বৌদ্ধ
C
মুসলিম
D
খ্রিস্টান
বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
-
বাংলাদেশের একটি অতি প্রাচীন নৃগোষ্ঠী।
-
কুকি-চিন ভাষাভাষী মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত।
-
বাসস্থান: প্রধানত বান্দরবান (রুমা, থানচি, রোয়াংছড়ি, বান্দরবান সদর) ও রাঙামাটি (বিলাইছড়ি)।
-
ভাষা: নিজস্ব ভাষা আছে, যা তিব্বত-বর্মান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
-
গোত্র: শুনথলা (Sunthla) ও পাংহয় (Panghawi)।
-
সমাজব্যবস্থা: পুরুষতান্ত্রিক।
-
বসতি: পাহাড়ে মাটিতে খুঁটি পুঁতে উঁচু প্ল্যাটফর্মে ঘর নির্মাণ করে, যাকে মাচাং বলা হয়।
-
আইন-কানুন: Bom Customary Law গ্রন্থের ভিত্তিতে জীবন পরিচালনা করে।
-
সংস্কৃতি:
-
বাঁশনৃত্য জীবনের অপরিহার্য অংশ।
-
চেরাউ নৃত্য ও সঙ্গীত দুঃখ-শোকের দিনে পরিবেশিত হয়, আনন্দ বা উৎসবে নয়।
-
-
পেশা: প্রধানত জুমচাষ।
-
ধর্ম: প্রধানত খ্রিস্টান।

0
Updated: 1 week ago
গারোদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
Created: 1 month ago
A
বিজু
B
ওয়ানগালা
C
সাংগ্রাই
D
রাস পূর্ণিমা
ওয়ানগালা উৎসব
-
এই উৎসবে সালজং দেবতাকে ফসল উৎসর্গ করা হয়। এটি গারোদের প্রধান ধর্মীয় উৎসব।
-
• গারো নৃগোষ্ঠী:
-
গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
-
ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকাও গাজীপুর জেলায় গারোরা বসবাস করে।
-
গারোরা ভাষা অনুযায়ী বোডো-মঙ্গোলীয় ভাষাগোষ্ঠী অন্তর্ভুক্ত।
-
জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারো নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
-
গারোদের ভাষায় ‘মান্দি’ শব্দের অর্থ ‘মানুষ’।
-
গারো সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
-
তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা; যেখানে দেবতা মিসি ও সালজং এর উদ্দেশ্যে উৎপাদিত ফসল উৎসর্গ করা হয়।
অন্যদিকে:
-
বাংলা নববর্ষ উপলক্ষে চাকমা ও তঞ্চঙ্গ্যারা যে উৎসব করে তাকে বিজু বলে।
-
মার্মাদের সবচেয়ে বড় উৎসব হলো সাংগ্রাই।
সূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ

0
Updated: 1 month ago
লুসাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
Created: 1 month ago
A
মুসলিম
B
হিন্দু
C
বৌদ্ধ
D
খ্রিস্টান
লুসাই নৃগোষ্ঠী:
-
লুসাই মূলত বার্মা থেকে আগত এবং নিজেদের মঙ্গোলীয় বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে এদের বসবাস রয়েছে।
-
শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
বছরে তারা প্রধান তিনটি উৎসব পালন করে:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে উৎসব
৩. পলকূত – শস্য কাটা উৎসব
সূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago