দক্ষিণ এশিয়ার ১ম দেশ হিসেবে কোন দেশ 'UN Water Convention'-এ যুক্ত হয়েছে?
A
বাংলাদেশ
B
ভারত
C
পাকিস্তান
D
শ্রীলংকা
উত্তরের বিবরণ
UN Water Convention সম্পর্কিত তথ্যসমূহ:
-
পূর্ণ নাম: Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes
-
গৃহীত: ১৯৯২ সালে
-
কার্যকর: ২০০০ সালে
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
-
২০ জুন, ২০২৫ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে অংশগ্রহণ করেছে।
-
এই চুক্তিতে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সীমান্তবর্তী পানি সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক জলনীতি সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করতে পারবে।

0
Updated: 14 hours ago
ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন?
Created: 1 month ago
A
১৯০৫ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯২২ সালে
স্কাউট আন্দোলন (Scouting Movement / WOSM – World Organization of the Scout Movement):-
-
একটি বিশ্বব্যাপী যুব সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯০৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল।
-
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান সদস্য: ১৭৪টি দেশ।
-
লক্ষ্য: ছেলে-মেয়ে উভয়কেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
🔹 উৎপত্তি ও বিস্তার:
-
১৯০৭ সালে ব্যাডেন-পাওয়েল ২০ জন বালককে নিয়ে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯১৬ সালে ১১ বছরের নিচের শিশুদের জন্য কাব স্কাউট চালু করা হয়।
-
১৯১৮ সালে ১৮ বছরের ঊর্ধ্ব যুবকদের জন্য রোভার স্কাউটিং শুরু হয়।
-
১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
-
১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্ব স্কাউট কমিটি।
উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ফোর্বসের এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপ তালিকায় বাংলাদেশের কয়টি কোম্পানি স্থান পেয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 weeks ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
ফোর্বস ম্যাগাজিনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০ স্টার্টআপ কোম্পানি তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি।
-
পাঠাও: রাইড শেয়ারিং কোম্পানি; কনজ্যুমার টেকনোলজি বা ভোক্তাপ্রযুক্তি শ্রেণিতে তালিকাভুক্ত
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
সিইও: ফাহিম আহমেদ
-
সেবা: রাইড শেয়ারিং, খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিকস ও ফিনটেক
-
-
সম্ভব: চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক; ভোক্তাপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত
-
সেবা: দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে দেওয়া
-
ফিচার: চাকরিপ্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি, আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন
-
অতিরিক্তভাবে বলা যায়, এই দুটি স্টার্টআপ বাংলাদেশের উদ্ভাবনী এবং প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।

0
Updated: 3 weeks ago
প্রথমবারের মতো বাংলাদেশের কয়টি অঞ্চলকে 'অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা' ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 weeks ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
বাংলাদেশে পানি আইনের আওতায় প্রথমবারের মতো চার অঞ্চলকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চল: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলা ও ২১৫টি ইউনিয়ন (৪,৯১১টি মৌজা) থেকে ৪৭টি ইউনিয়ন (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত
-
চট্টগ্রাম জেলা: পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন (১০৪টি মৌজা) ও ১টি পৌরসভা (৮টি মৌজা) থেকে ৩টি ইউনিয়ন (৭টি মৌজা) এবং ১টি পৌরসভা (৫টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত
-
কর্তব্য: পানি আইন অনুযায়ী এই এলাকায় পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালি ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার জন্য আগামী এক মাসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে
অতিরিক্তভাবে বলা যায়, এই উদ্যোগ জলসম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর পানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

0
Updated: 3 weeks ago