মানব উন্নয়ন সূচক ২০২৫-এ শীর্ষ দেশ কোনটি?
A
নরওয়ে
B
সুইজারল্যান্ড
C
ডেনমার্ক
D
আইসল্যান্ড
উত্তরের বিবরণ
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (HDI)–২০২৫ সংক্রান্ত তথ্য:
-
সর্বশেষ প্রতিবেদন: মে ২০২৫-এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) 'Human Development Report 2025' প্রকাশ করে।
-
প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড
-
সবচেয়ে নিম্ন স্থান: সিয়েরা লিওন
-
বাংলাদেশের অবস্থান: ১৩০তম
মানব উন্নয়ন সূচকে শীর্ষ ৫ দেশ:
-
আইসল্যান্ড
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-
ডেনমার্ক
-
জার্মানি
-
HDI সূচক আয়ু, শিক্ষা, আয় ও জীবনযাত্রার মান ভিত্তিক দেশের মানব উন্নয়ন পর্যায় নির্ধারণ করে।
-
এই সূচক জাতীয় নীতি, সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ।

0
Updated: 14 hours ago
নিচের কোন চুক্তিতে ইরাক ও ইরান অংশগ্রহণ করেছিল?"
Created: 3 weeks ago
A
ক্যাম্প-ডেভিড চুক্তি
B
তাসখন্দ চুক্তি
C
আলজিয়ার্স চুক্তি
D
কোনটি নয়
আলজিয়ার্স চুক্তি
▪ শাত-ইল-আরব ও ইরানের কোহেস্তানকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ অবস্থার অবসানের লক্ষ্যে আলজেরিয়ার মধ্যস্থতায় “আলিজিয়ার্স চুক্তি” স্বাক্ষরিত হয়।
▪ চুক্তি স্বাক্ষরের তারিখ:- ১৩ জুন, ১৯৭৫ সাল।
▪ চুক্তি অনুমোদন:- ১৯৭৬ সাল (উভয় দেশ কর্তৃক)।
▪ চুক্তির পক্ষ:- ইরান ও ইরাক।
▪ চুক্তি স্বাক্ষরকারী:- ইরানের পক্ষে - শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে - ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন
▪ চুক্তি অকার্যকর:- ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সাল। (ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।)
▪ চুক্তির লক্ষ্য:- ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত পরিস্তিতিতে শান্তিপূর্ণ সহ-অবস্থান, ইরান ও ইরাক কর্তৃক কুর্দিশ বিদ্রোহ দমন ইত্যাদি।
অন্যদিকে,
• তাসখন্দ ও সিমলা চুক্তির পক্ষ সমূহ ভারত ও পাকিস্তান।
• ক্যাম্প-ডেভিড চুক্তির পক্ষ সমূহ মিশর ও ইসরায়েল।

0
Updated: 3 weeks ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 2 days ago
A
ইসরায়েল ও ইরান
B
ইসরায়েল ও মিশর
C
সৌদি আরব ও ইরান
D
ইরাক ও ইরান
১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিডে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
ক্যাম্প ডেভিড চুক্তি:
-
এই চুক্তির মাধ্যমে মিশর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তি প্রতিষ্ঠা করে।
-
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন চুক্তিতে স্বাক্ষর করেন।
-
চুক্তি অনুযায়ী, ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
-
এর ফলশ্রুতিতে ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তির কারণে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং অনেক আরব দেশ এটি বিরোধিতা করে।

0
Updated: 2 days ago
SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 2 days ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।

0
Updated: 2 days ago