বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৫ অনুসারে, সন্ত্রাসবাদের তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ?
A
বুরকিনা ফাসো
B
পাকিস্তান
C
সিরিয়া
D
মালি
উত্তরের বিবরণ
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক–২০২৫ অনুযায়ী তথ্যসমূহ:
-
অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি ২০২৫ সালে Global Terrorism Index (GTI) 2025: Measuring the Impact of Terrorism শিরোনামে রিপোর্ট প্রকাশ করে।
-
IEP এর GTI প্রতিবেদন বিশ্বের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত।
-
সন্ত্রাসবাদের তালিকায় শীর্ষে রয়েছে বুরকিনা ফাসো।
-
বাংলাদেশের অবস্থান: ৩৫তম স্থান, স্কোর: ৩.০৩
সন্ত্রাসবাদের শীর্ষ ১০ দেশ:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-
নাইজেরিয়া
-
সোমালিয়া
-
ইসরায়েল
-
আফগানিস্তান
-
ক্যামেরুন
-
এই সূচক দেশগুলোর সন্ত্রাসবাদের প্রভাব, হতাহতের সংখ্যা, হামলার সংখ্যা ও সন্ত্রাসবাদের বিস্তারের মাত্রা বিশ্লেষণ করে নির্ধারিত হয়।
-
GTI প্রতিবেদন সন্ত্রাসবাদের প্রবণতা, ঝুঁকি ও নীতি নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।

0
Updated: 14 hours ago
ইতালিতে ফ্যাসিবাদী শাসনের সূচনা কত সালে মুসোলিনির নেতৃত্বে ঘটে
Created: 3 weeks ago
A
১৯২০ সালে
B
১৯২২ সালে
C
১৯২৪ সালে
D
১৯২৬ সালে
• ফ্যাসিবাদ:
- ইতালিয় শব্দ 'ফ্যাসিমো' এসেছে 'ফ্যাসিও' থেকে, অন্যদিকে 'ফ্যাসিও' শব্দটি এসছে ল্যাটিন শব্দ 'ফ্যাসেস' থেকে।
- এর অর্থ হচ্ছে, লাঠি, কাঠ বা রডের আটি, যেটি একত্রে বেধে রাখা হয়।
- ‘ফ্যাসিজম’ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণআন্দোলন, যেটি ১৯১৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছিল।
- ‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে।
- এই মতাদর্শে বিরোধীদের কোন জায়গা ছিল না।
- ফ্যাসিবাদের মূলমন্ত্র: ক্ষমতার কেন্দ্রীকরণ, ব্যক্তি স্বাধীনতার অবমূল্যায়ন, উগ্র জাতীয়তাবাদ।
- ১৯২২ সালে, মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন এবং তার শাসনব্যবস্থা দ্রুত অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে।
অন্যদিকে,
⇒ জার্মানিতে হিটলারের নেতৃত্বে ‘নাৎসিজম’ বা ‘নাৎসিবাদ’– এর উত্থান হয়। এটি ছিল ‘ফ্যাসিজম’ এর একটি রূপ।
- ‘ফ্যাসিবাদ’ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়।
- ফ্যাসিস্টরা মার্ক্সবাদীদের বিরোধী ছিল।

0
Updated: 3 weeks ago
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
Created: 3 weeks ago
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

0
Updated: 3 weeks ago
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 week ago
A
থমাস এডিসন
B
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
C
পিটার বেনেনসন
D
পল হ্যারিস
Rotary International প্রতিষ্ঠা করেন পল হ্যারিস, যিনি শিকাগোর আইনজীবী ছিলেন এবং ২৩ ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন। ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International-এর বৈশ্বিক কার্যক্রম শুরু হয়। এটি সংস্থার সর্বাধিক পরিচিত বৈশ্বিক প্রকল্প। সদর দপ্তর: ইলিনয়িস, মার্কিন যুক্তরাষ্ট্র।
Rotary International-এর কার্যক্রম:
-
শান্তি প্রচার করা
-
রোগের বিরুদ্ধে লড়াই করা
-
পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করা
-
মা ও শিশুদের বাঁচানো
-
শিক্ষা সহায়তা প্রদান করা
-
স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটানো
-
পরিবেশ রক্ষা করা

0
Updated: 1 week ago